বর্ধমান, 11 মার্চ: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কপিল দেবের বিশ্বকাপজয়ী দলের সদস্য কীর্তি আজাদ। ব্রিগেডে প্রার্থী ঘোষণা হতেই রবিবার রাতে নিজের কেন্দ্র বর্ধমান শহরে পৌঁছে যান। আর সেখান থেকেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভূয়সী প্রসংশা শোনা গেল কীর্তি আজাদের গলায় ৷ বর্ধমান দক্ষিণ বিধানসভার তৃণমূল বিধায়ক খোকন দাসের সঙ্গে একপ্রস্থ বৈঠকও সেরেছেন প্রার্থী।
তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমার লক্ষ্য দিদির হাত শক্ত করা। সারা দেশে দিদি এমন একজন নেত্রী, যিনি নিজে মহিষাসুরমর্দিনী। যিনি সাধারণ মানুষের সমস্যাগুলোকে সরাসরি সমাধান করার চেষ্টা করেন।" প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, "তিনি তো বলেছিলেন দুই কোটি বেকার যুবকের চাকরি হবে প্রতি বছর। তাহলে তো 10 বছরে 20 কোটি যুবকের চাকরি হওয়া উচিত ছিল। কিন্তু কেউ কি সেই চাকরি পেয়েছেন ? প্রত্যেকে 15 লক্ষ টাকা করে পাবে বলেছিলেন তিনি। 100 দিনের মধ্যে সেই টাকা পাওয়ার কথা ছিল। কেউ কি পেয়েছেন ? এতদিন শুনছিলাম জিনিসপত্রের দাম কমবে, পেট্রোল ডিজেল গ্যাসের দাম কমবে। এর থেকেই বোঝা যাচ্ছে আপনার গ্যারান্টি কার্ড মিথ্যে। আপনি শুধু মানুষকে ধর্মের নামে জাতের নামে ভুল বোঝাচ্ছেন। দিদি দেখানো নয়, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজ নিয়ে একহাত নেন কীর্তি ৷ কটাক্ষের সুরে তিনি বলেন, "মোদির গ্যারান্টির থেকে অনেক বেশি কার্যকর দিদির ওয়ারেন্টি।" পাশাপাশি বিজেপি-র বহিরাগত প্রসঙ্গে তাঁর মন্তব্য, তিনি দেশের হয়ে ক্রিকেট বিশ্বকাপ জিতেছেন ৷ তখন কি বাংলার মানুষ খুশি হয়নি? সেই সঙ্গে তিনি বলেন, "নরেন্দ্র মোদি আগে গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন। অথচ উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে তিনি লোকসভা নির্বাচনে লড়ছেন। সেখানে তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় হয়ে কেন মানুষের সেবা করতে পারবেন না ?"