পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

খালিস্তানি মন্তব্য তৃণমূলের স্ক্রিপটেড, মমতার সমালোচনায় সরব বিজেপি সাংসদ আলুওয়ালিয়া - sandeshkhali incident

Khalistani Controversy: খালিস্তানি বিতর্কে দলের পাশেই দাঁড়ালেন শিখ সাংসদ ৷ তাঁর দাবি, এই ধরনের বিতর্কিত মন্তব্য বিজেপির হতে পারে না ৷ এটা তৃণমূলের স্ক্রিপটেড ৷

ETV Bharat
খালিস্তানি বিতর্কে বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়ার বক্তব্য

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 9:07 AM IST

খালিস্তানি বিতর্কে বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়ার বক্তব্য

বর্ধমান, 22 ফেব্রুয়ারি: শিখ আইপিএস অফিসারকে খালিস্তানি তকমা লাগিয়ে দিয়েছে বিজেপি, এই অভিযোগ তোলপাড় রাজ্যরাজনীতি । ঘটনার জেরে রাজ্যের বিভিন্ন অংশে ক্ষোভে ফেটে পড়েছেন শিখ সম্প্রদায়ের মানুষজন। কিন্তু বিষয়টিকে তৃণমূল কংগ্রেসের স্ক্রিপটেড বলে মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া । বুধবার রাতে বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে তিনি বিষয়টি নিয়ে মুখ খোলেন ।

তাঁর দাবি, যেভাবে সন্দেশখালিতে মেয়েদের উপরে অত্যাচার করা হয়েছে, তাঁদের বাংলাদেশে পাচার করা হচ্ছে, তা নিয়ে উত্তাল বাংলার রাজ্য রাজনীতি । ফলে তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে । ফলে সেখান থেকে মানুষের মনকে অন্যদিকে চালিত করার জন্য তৃণমূল কংগ্রেসের এটা একটা চাল।

বিজেপি সাংসদ আলুওয়ালিয়া বলেন, "একজন শিখ আইপিএস অফিসার বলছেন, তাঁকে খালিস্তানি বলা হয়েছে। কিন্তু কে বলেছেন, সেটা উনি বলতে পারছেন না । উনি শুধু আঙুল তুলে বলেন, কেউ একজন বলেছেন । এদিকে ঘটনার মিনিটখানেকের মধ্যেই মুখ্যমন্ত্রী টুইট করে দেন । আর টুইটে তিনি ইতিহাস লিখে ফেলেন । এটা তৃণমূল সরকারের স্ক্রিপটেড ষড়যন্ত্র।"

আলুওয়ালিয়া আরও বলেন, "হাইকোর্ট সন্দেশখালি যাওয়ার অনুমতি দেওয়ায় ওদের আটকাতে না-পেরে বিভ্রান্ত ছড়াতে ও আন্দোলনে ফাটল ধরাতে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এই ধরনের টুইট করা হয়। আমি নিজে শিখ সম্প্রদায়ের মানুষ। শিখ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্য এত কাঁচা নয় যে, একটু ঠোকা লাগলেই ভেঙে যাবে । যে বলেছে সে মূর্খ । ভিড়ের ভিতর থেকে কে বলেছে, সেটা তো জানা যাচ্ছে না । সেখানে শাসকদলের লোক থাকতে পারে, শাহজাহানের লোকও থাকতে পারে । ভারতীয় জনতা পার্টি কোনওদিন এই ধরনের মন্তব্য করতে পারে না । তারা করেনি আর করবেও না।"

সন্দেশখালিতে মহিলাদের উপরে নির্যাতন ও তাঁদের বাংলাদেশে পাচার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এর প্রতিবাদে সন্দেশখালি যাওয়ার সিদ্ধন্ত নিয়েছিলেন শুভেন্দু ৷ তাঁর সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পল । তাই তাঁদেরকে আটকানোর চেষ্টা করে পুলিশ। সে সময়ই বিজেপি নেতা-সমর্থকদের তরফে কর্তব্যরত আইপিএস অফিসার জসপ্রীত সিং-এর উদ্দেশ্যে এমন মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে ৷ যদিও হাইকোর্টের নির্দেশ শেষ পর্যন্ত সন্দেশখালি পৌঁছেছিলেন শুভেন্দুর ৷ কিন্তু তারপর থেকে মাথাচাড়া দেয় 'খালিস্তানি' বিতর্ক ৷

আরও পড়ুন :

  1. পুলিশকে 'খালিস্তানি' মন্তব্যের প্রতিবাদ ভাষা দিবসের অনুষ্ঠানে, কাকে 'বাংলার কলঙ্ক' বললেন মমতা?
  2. খালিস্তানি মন্তব্য বিতর্কে তদন্ত চাইলেন বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া
  3. পাগড়ি মাথার পুলিশ 'খালিস্তানি', বিজেপির মন্তব্যকে 'ঔদ্ধত্য' বলে নিন্দায় মমতা; ড্যামেজ কন্ট্রোলে শুভেন্দু

ABOUT THE AUTHOR

...view details