পশ্চিমবঙ্গ

west bengal

কংগ্রেসের ন্যায় যাত্রায় মমতার উপস্থিতি কামনা জয়রামের, পোস্টার ছেঁড়া নিয়ে ক্ষোভপ্রকাশ

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 7:51 PM IST

Bharat Jodo Nyay Yatra: মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের 'ভারত জোড়ো ন্যায় যাত্রায়' আসবেন, এমনটাই আশা প্রকাশ করলেন জয়রাম রমেশ ৷ মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ব্যস্ত থাকতেই পারেন ৷ তবে, কিছু সময়ের জন্য হলেও যাতে কংগ্রেসের কর্মসূচিতে অংশ নেন, তেমনটাই অনুরোধ করলেন জয়রাম ৷ সেই সঙ্গে কংগ্রেসের পোস্টার ছেঁড়া নিয়েও অসন্তোষ প্রকাশ করলেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT

কংগ্রেসের ন্যায় যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি কামনা জয়রাম রমেশের

শিলিগুড়ি, 28 জানুয়ারি: শনিবার থেকে কংগ্রেসের 'ভারত জোড়ো ন্যায় যাত্রার' একের পর এক ফ্লেক্স ও পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠছে ৷ যেখানে অভিযোগের তির মূলত শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ৷ এই ঘটনায় রবিবার শিলিগুড়ি থেকে উষ্মাপ্রকাশ করলেন কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ ৷ সেইসঙ্গে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে ব্যস্ত থাকতেই পারেন ৷ তবে সময় করে একবার যেন কংগ্রেসের কর্মসূচিতে অংশ নেন ৷ পাশাপাশি কংগ্রেস ও তৃণমূল আসন্ন লোকসভা নির্বাচনে 'ইন্ডিয়া' জোটের অভিন্ন অঙ্গ বলেও উল্লেখ করলেন তিনি ৷

পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কোনও আসন রফায় যাবে না ৷ সে কথা আগেই জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রদেশ কংগ্রেসের তরফেও তৃণমূলের সঙ্গে একসারিতে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে লড়াই করার ক্ষেত্রে আপত্তির কথা স্পষ্ট করেছেন অধীর চৌধুরী ৷ যা নিয়ে গতকয়েকদিন ধরে 'ইন্ডিয়া' জোটে তৃণমূলের না থাকার হাওয়া স্পষ্ট হয়ে গিয়েছে ৷ কিন্তু, তা সত্ত্বেও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এখনও আশা ছাড়ছে না ৷

আর আজ কংগ্রেসের জাতীয় মুখপাত্র জয়রাম রমেশের বক্তব্য সেটাই বোঝা গেল ৷ আজ জলপাইগুড়ি থেকে শুরু হয়েছে রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' ৷ যার শিলিগুড়ি পর্বে জয়রাম রমেশ বলেন, "তিনি মুখ্যমন্ত্রী ৷ উনি ব্যস্ত থাকবেনই ৷ ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ৷ তাই আমরা আশা করব, মমতা দি পাঁচ মিনিটের জন্য হলেও আমাদের ন্যায় যাত্রায় অংশ নেবেন ৷ তিনি এখনও আমাদের 'ইন্ডিয়া' জোটের অভিন্ন অংশ ৷ আমাদের কাছে তিনি অনুপ্রেরণা ৷"

কিন্তু, গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রার' পোস্টার, ব্যানার ও ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ যা নিয়ে এদিন ক্ষোভপ্রকাশ করলেন জয়রাম রমেশ ৷ তিনি বলেন, "যেভাবে আমাদের লোকদের আটকানো হচ্ছে ৷ আমাদের প্রচারের ফ্লেক্স, ব্যানার ছেঁড়া হচ্ছে, সেটা ঠিক না ৷ এতে আমাদের কর্মী-সমর্থকরা অত্যন্ত ক্ষুব্ধ ৷"

উল্লেখ্য, রবিবার শিলিগুড়ি থেকে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' উত্তর দিনাজপুর হয়ে আগামিকাল সকালে বিহারের পূর্ণিয়া জেলায় ঢুকবে ৷ সেখানে কর্মসূচি সেরে রাহুল গান্ধির নেতৃত্বাধীন এই ন্যায় যাত্রা পরশু অর্থাৎ, মঙ্গলবার ফের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে ৷ মালদা, মুর্শিদাবাদ ও বীরভূম জেলা ঘুরে তা ঝাড়খণ্ডে যাবে ৷ কিন্তু, মালদায় রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রার' সভার দিনেই মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে ৷ দুই হেভিওয়েট রাজনীতিকের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছে পুলিশ প্রশাসন ৷

এমনকী কংগ্রেসের 'ভারত জোড়ো ন্যায় যাত্রার' অনুমতি পুলিশ নাও দিতে পারে ৷ যা নিয়ে জয়রাম জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি থাকতেই পারে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ৷ তবে তার জন্য কংগ্রেস তাদের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' বন্ধ করবে না বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা, জনসমুদ্রে ভাসল জলপাইগুড়ি
  2. জলপাইগুড়িতে রাহুলের পদযাত্রায় কংগ্রেস কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় পুলিশ
  3. গিরগিটির সঙ্গে তুলনা করে নীতীশকে 'বিশ্বাসঘাতক' বললেন জয়রাম

ABOUT THE AUTHOR

...view details