রাঁচি, 5 ফেব্রুয়ারি: ঝাড়খণ্ড বিধানসভায় আস্থাভোটে যোগ দিতে এসে সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন হেমন্ত সোরেন ৷ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারলেন, তিনি রাজনীতি থেকেই সরে দাঁড়াবেন ৷ সোমবার ঝাড়খণ্ড বিধানসভায় আস্থাভোট চলাকালীন ভাষণ দিতে গিয়ে বিজেপির উদ্দেশ্য়ে এই চ্যালেঞ্জ করেন তিনি ৷
উল্লেখ্য, দুর্নীতির মামলায় কয়েকদিন আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করে হেমন্ত সোরেনকে ৷ গ্রেফতারির কিছুক্ষণ আগে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হেমন্ত সোরেন ৷ তার পর ঝাড়খণ্ডে জেএমএম-কংগ্রেস জোট সরকারের মুখ্যমন্ত্রী হন চম্পাই সোরেন ৷ রাজ্যপাল তাঁকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য দশদিন সময় দেন ৷ তবে তার অনেক আগেই সোমবার আস্থা ভোট হয় ৷
আদালতের অনুমতি নিয়ে দুর্নীতির মামলায় ধৃত ঝাড়খণ্ড মুক্তিমোর্চার নেতা হেমন্ত সোরেনও আস্থা ভোটে অংশ নেন ৷ আলোচনায় অংশ নিয়ে তিনি সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন ৷ বিজেপিকে তিনি সরাসরি চ্যালেঞ্জও করেন ৷ হেমন্ত বলেন, ‘‘আমি বিজেপিকে চ্যালেঞ্জ করছি, আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেব ৷’’
তিনি বিজেপির বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করার অভিযোগ তুলেছেন ৷ আদিবাসীদের প্রতি বিজেপির আচরণ প্রতিহিংসামূলক বলেও দাবি হেমন্ত সোরেনের ৷ তিনি বলেন, বিজেপি চায় না যে একজন আদিবাসী মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডে পাঁচ বছর পূর্ণ করুক ৷ তারা তাদের শাসনকালেও এটা করতে দেয়নি ৷’’