সুকান্ত মজুমদারকে বালুরঘাট ব্লকের 100 নম্বর বুথে গো-ব্যার স্লোগান বালুরঘাট, 26 এপ্রিল: দ্বিতীয় দফার নির্বাচনে উত্তেজনা বালুরঘাট লোকসভার বালুরঘাট ব্লকের পতিরাম গার্লস স্কুলের 100 নম্বর বুথে ৷ বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ঘিরে গো-ব্যাক স্লোগান তোলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ওই বুথে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ ঘোষকে মারধরের অভিযোগ উঠেছে ৷ পুরো ঘটনায় কী ব্য়বস্থা নেওয়া হয়েছে ? 1 ঘণ্টার মধ্যে তার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ৷
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বালুরঘাট ব্লকের পতিরাম গার্লস স্কুলের 100 নম্বর বুথের বাইরে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগকে ঘিরে ৷ অভিযোগ বুথের 100 মিটারের মধ্যে ক্যাম্প বসিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে ৷ স্থানীয় নেতাদের কাছে সেই খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায় ৷ তিনি পুরো ঘটনার প্রতিবাদ জানান এবং বাধা দেন ৷ অভিযোগ সেই সময় তাঁকে মারধর করা হয় এবং আটকে রাখে তৃণমূলের লোকজন ৷
সেই খবর পেয়ে দ্রুত পতিরাম গার্লস স্কুলের 100 নম্বর বুথে পৌঁছান বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ অভিযোগ সুকান্ত মজুমদার সেখানে পৌঁছতেই গো-ব্যাক স্লোগান ওঠে তৃণমূলের তরফে ৷ বিজেপি প্রার্থীকে এলাকা ছেড়ে বেরিয়ে যেতে বলা হয় তৃণমূল কর্মীদের তরফে ৷ যে ঘটনায় মেজাজ হারান সুকান্ত মজুমদারও ৷ তিনি পালটা কয়েকজন তৃণমূল কর্মীর দিকে আঙুল উঁচিয়ে তেড়ে যান ৷ তবে, সুকান্তর সঙ্গে থাকা নিরাপত্তাবাহিনী পরিস্থিতি সামলে নেয় ৷
যদিও, স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ সুকান্ত মজুমদার নিজে 30-40 জনকে নিয়ে বুথে ঢুকে গণ্ডগোল শুরু করেছিলেন ৷ তারই প্রতিবাদে তারা গো-ব্যাক স্লোগান তুলেছেন ৷ পাশপাশি, জ্যোতিষ ঘোষকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ৷ পুরো ঘটনায় 1 ঘণ্টার মধ্যে এটিআর বা অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে ৷
আরও পড়ুন:
- সস্ত্রীক ভোট দিলেন সুকান্ত, তিরুঅনন্তপুরমে ভোটাধিকার প্রয়োগ রাজ্যপাল বোসের
- তিরুঅনন্তপুরমে ভোটের লাইনে কংগ্রেস প্রার্থী শশী থারুর, মতদান করলেন বিজেপির তেজস্বী
- বালুরঘাটে ভোট উৎসবে সামিল তৃতীয় লিঙ্গের 79 জন