পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

তিহাড়ে বন্দি অনুব্রতর ছবি দিয়ে কোর কমিটির গেট বীরভূমজুড়ে, বাড়ছে কেষ্টর মুক্তির জল্পনা - Cattle Smuggling Case

Gates Made with Anubrata Mondal's Image in Birbhum: তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে তৈরি গেটে ছেয়ে গেল বীরভূম জেলা ৷ সোমবার রাত থেকে বোলপুর, সিউড়ি, সাঁইথিয়া-সহ একাধিক এলাকায় বড় রাস্তাগুলিতে তৃণমূলের নয়া কোর কমিটির সদস্যদের ছবি দিয়ে গেট বসানো হয়েছে ৷ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরেই, অনুব্রতর ছবি রয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 4:52 PM IST

অনুব্রত মণ্ডলের মডেলেই লোকসভা নির্বাচন বীরভূমে !

বোলপুর, 30 জানুয়ারি: গত 24 জানুয়ারি বীরভূমে তৃণমূলের কোর কমিটি নয় থেকে কমিয়ে 5 সদস্যের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অনুব্রত মণ্ডলের অনুগামীদের সেখানে গুরুত্ব দিয়েছেন মমতা ৷ আর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের ক্ষমতা খর্ব করেছেন ৷ যার পরেই বীরভূম জেলা জুড়ে সক্রিয় হয়ে উঠেছেন অনুব্রত মণ্ডলের অনুগামীরা ৷ আর তারই প্রভাব দেখা গেল গতকাল রাতে ৷ বীরভূমের বিভিন্ন ব্লকে মমতা ও অভিষেকের সঙ্গে অনুব্রতর ছবি দিয়ে নয়া কোর কমিটির সদস্যদের ব্যানার ও গেট তৈরি করা হয়েছে ৷

কালীঘাটে কোর কমিটির সেই বৈঠকে অনুব্রতকে জেল থেকে মুক্তির পরেই সসম্মানে পুরনো পদে ফেরানো কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো ৷ সেই সঙ্গে অনুব্রত ঘনিষ্ঠ নেতাদের দূরে রেখে বীরভূম জেলায় তৃণমূলের সংগঠন চালানো যাবে না বলেও মমতা নির্দেশ দেন বলে সূত্রের খবর ৷ আর তার পর থেকেই বীরভূমে ফের সক্রিয় হয়ে উঠেছেন অনুব্রত মণ্ডলের অনুগামীরা ৷ এতদিন যে সমস্ত নেতারা অনুব্রতর গ্রেফতারির পরে পিছনের সারিতে চলে গিয়েছিলেন, তাঁরা ধীরে ধীরে উঠে আসছেন ৷

সোমবার রাত থেকেই অনুব্রত অনুগামীদের উত্থানের আরও একটি ছবি দেখা গেল ৷ সিউড়ি ও বোলপুরে অনুব্রতর ছবি-সহ পাঁচ সদস্যের কোর কমিটির ছবি দিয়ে গেট তৈরি হয়েছে ৷ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে কোর কমিটির সদস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অভিজিৎ সিংহ, বিকাশ রায়চৌধুরী এবং তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের ছবি দেওয়া ৷ উল্লেখ্য, এই কমিটির তত্ত্বাবধানে রয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ যিনি অনুব্রত শিবিরের সদস্য বলেই পরিচিত ৷

বীরভূমে তৃণমূলের অন্দরে এই হাওয়া বদলের মাঝে আরও একটি হাওয়া উঠছে ৷ জোর চর্চা শুরু হয়েছে, অনুব্রত মণ্ডল খুব দ্রুত তিহাড়ের জেল থেকে মুক্তি পাবেন ৷ এমনকি আসন্ন লোকসভা নির্বাচনে অনুব্রতর মডেলেই বীরভূমে ভোট হবে ৷ এ নিয়ে তৃণমূলের বীরভূম জেলার মুখপাত্র জামশেদ আলি খান বলেন, "অনুব্রত মণ্ডল আমাদের নেতা ৷ স্বয়ং নেত্রী তাঁর পাশে আছেন ৷ আর তিনি অভিযুক্ত, দোষী সাব্যস্ত হননি ৷ তাই তাঁর ছবি দিয়ে পাঁচ কোর কমিটির সদস্যদের ছবি দেওয়া হয়েছে ৷ লোকসভা নির্বাচনে আমরা কোর কমিটির সদস্যদের নেতৃত্বে লড়াই করব ৷"

আরও পড়ুন:

  1. সাঁইথিয়ায় অনুব্রতর মুক্তির প্রার্থনায় হরিনাম সংকীর্তন
  2. 'কাজলকে নিয়ে পলিটিক্স হচ্ছে', ক্ষুব্ধ মমতা
  3. তুমি কত বড় নেতা যে চেয়ার ছেড়ে উঠে যাও, কাজল শেখকে ধমক মমতার

ABOUT THE AUTHOR

...view details