মুম্বই, 23 ফেব্রুয়ারি: প্রয়াত হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ শিবসেনা নেতা মনোহর জোশী ৷ শুক্রবার ভোর 3টেয় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ বয়স হয়েছিল 86 বছর ৷
21 ফেব্রুয়ারি অসুস্থ হয়ে পড়েছিলেন প্রবীণ এই নেতা ৷ সেদিনই তাঁকে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ চিকিৎসায় হৃদরোগজনিত অসুস্থতা ধরা পড়ে ৷ ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা চলছিল তাঁর ৷
মনোহর জোশী প্রয়াত বালাসাহেব ঠাকরের কট্টর শিব সৈনিক হিসাবে পরিচিত ছিলেন । তাঁর মৃত্যু মহারাষ্ট্রের রাজনৈতিক ক্ষতি বলে মত ওয়াকিবহল মহলের ৷ লোকসভার প্রাক্তন স্পিকারের দেহ মাটুঙ্গা পশ্চিমে রূপারেল কলেজের কাছে তাঁর বাসভবন 'W54'-এ রাখা হবে । সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত তাঁর সমর্থক ও কর্মীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন ৷ দুপুর 2টোর পর শুরু হবে মনোহর জোশীর শেষকৃত্য । এরপর দাদার শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাহ করা হবে বলে জানিয়েছেন পরিজনরা । জানা গিয়েছে, 2023 সালের মে মাসেও মনোহর জোশী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন । সেই থেকে প্রবল দৃঢ়তার সঙ্গে এতদিন লড়াই করেছেন ৷ তিনিই ছিলেন শিবসেনা-বিজেপি জোটের প্রথম মুখ্যমন্ত্রী ৷