দুর্গাপুর, 5 মে: চাকদার জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুংকার দিয়ে বলেছিলেন, 'নিঃশর্ত নাগরিকত্ব চাই '। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ কার্যত মুখ্যমন্ত্রীকেই আক্রমণ করে বলেন,"নিঃশর্তই হবে । তাঁর দরকার আছে, তিনি আবেদন করে দিন । কোনও দেশ নিঃশর্ত নাগরিকত্ব কারওকে দিয়েছে ? সেই লোকটা কোথা থেকে এসেছে ? সে সন্ত্রাসবাদী না কি আমরা জানব না? যে তিনটে দেশের কথা বলা হয়েছে, সেই তিনটে দেশের নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে সেখানের সংখ্যালঘুদের । কেউ যদি রাশিয়া থেকে এসে কেউ বলেন, তাঁদের তো আর নাগরিকত্ব দেওয়া হবে না । সেই জন্য কোথা থেকে এসেছে জানাও । পেয়ে যাবে বাংলাদেশ থেকে এলে ?"
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের হোটেল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের জনসভায় যোগ দিচ্ছেন হেলিকপ্টারে চড়ে । সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ কটাক্ষের সুরে বলেন, "দিলীপ ঘোষ যখন মেদিনীপুরে ছিলে,তখন তিনি জঙ্গলমহলে ঘাঁটি গাড়তেন, তখন হারিয়েছি । বর্তমানে দুর্গাপুরে এসে ঘাঁটি গেড়েছেন, তবে ওঁকে হারাব । আমরা যেমন সাইকেল রাখি স্টেশনে, তিনি তেমন হেলিকপ্টার রেখেছেন সিটি সেন্টারে। হেলিকপ্টার আর গাড়ি রাখুন, যাই রাখুন বর্ধমানের মানুষ কেউ ভোট দেবেন না ।"