কলকাতা, 28 ফেব্রুয়ারি: সন্দেশখালি-কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ । তাঁর কটাক্ষ, মুখ্যমন্ত্রী দিদি নাম্বার ওয়ানে যেতে পারেন, কিন্তু সন্দেশখালির মায়েদের কাছে যেতে পারেন না । তিনি এখন জঙ্গলমহল গিয়েছেন । তাঁর উচিত ছিল সন্দেশখালির মানুষের কাছে যাওয়া ।
সন্দেশখালির ঘটনার প্রতিবাদে আয়োজিত বিজেপির ধরনা মঞ্চে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের অভিযোগ, শেখ শাহজাহানকে ধরতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী ৷ কারণ শেখ শাহজাহান ধরা পড়লে অনেক কিছু ফাঁস হয়ে যাবে । তাই তাঁকে আগলে রাখা হচ্ছে ৷ দিলীপের কথায়,
"কলকাতা হাইকোর্ট বলার পরও শেখ শাহজাহানকে ধরার ব্যাপারে কোনও উদ্যোগ নিচ্ছে না পুলিশ । এখন আমরা তো দেখছি, সরকারটা আদালতই চালাচ্ছে । ওরা এমন হয়ে গিয়েছে যে, এখন আদালতের বিরুদ্ধেও আন্দোলন করছে । এই তো বলা হচ্ছে যে, আদালত নাকি শাহজাহানকে ধরতে নিষেধ করেছে । আমরা তো জানি না যে, আদালত এ রকম কোনও নির্দেশ দিয়েছে কি না ।"