নয়াদিল্লি, 4 মার্চ: গত 27 ফেব্রুয়ারি ইডির তরফে হাজিরার জন্য আট নম্বর নোটিশ পাঠানো হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের কাছে ৷ দিল্লি সরকারের আবগারি দুর্নীতি মামলায় আজ অর্থাৎ, 4 মার্চ কেজরিওয়ালকে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ কিন্তু, সেই হাজিরাও এড়িয়ে গেলেন তিনি ৷ তবে, ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি হয়েছেন ৷ তবে, সেখানেও শর্ত চাপিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ 12 মার্চের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি ৷ তবে, তিনি সশরীরের হাজিরা দেবেন না ৷ ভিডিয়ো কনফারেন্সে ইডির প্রশ্নের জবাব দেবেন ৷
আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গত 27 ফেব্রুয়ারি আট নম্বর নোটিশ পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেখানে 4 মার্চ দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয় তাঁকে ৷ কিন্তু, আজ কেজরিওয়াল সেই হাজিরার নোটিশও এড়িয়ে গিয়েছেন ৷ বদলে একটি ইমেল পাঠানো হয়েছে ইডি-কে ৷ আম আদমি পার্টির তরফে বলা হয়েছে, "দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইডিকে নোটিশের জবাব দিয়েছেন ৷ উনি বলেছেন, এই তলব পুরোপুরি বেআইনি ৷ তা সত্ত্বেও তিনি সব জবাব দিতে প্রস্তুত ৷ কেজরিওয়াল ইডির কাছ থেকে 12 মার্চের পর সময় চেয়েছেন ৷ তারপরেই তিনি ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন ৷ তবে, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ৷"