পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

কলকাতা উত্তরে সিপিএম নেতারা সমঝোতার পথে হাত ধরলেও ক্ষুব্ধ কর্মীদের একাংশ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: কলকাতা উত্তরে এবার প্রার্থী দেয়নি সিপিএম ৷ ওই আসনে লড়ছে কংগ্রেস ৷ সেখানে কংগ্রেসের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য ৷ কিন্তু এই নিয়ে সিপিএমের নিচুতলার কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে ৷ কেউ নিমরাজি হয়ে কংগ্রেসের হয়ে দেওয়াল লিখন শুরু করেছেন ৷ কেউ আবার প্রচার থেকেই সরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 4:45 PM IST

কলকাতা, 27 মার্চ: বাম-কংগ্রেস জোট নিয়ে জট যেন মিটতেই চায় না । কখনও নেতৃত্বের বোঝাপড়ার সমস্যা, কখনও আবার প্রার্থী নিয়ে ক্ষোভ নিচুতলায় । যেমন - কলকাতা উত্তর৷ ওই লোকসভা কেন্দ্রে এবার সিপিএম প্রার্থী দেয়নি । এখানে জোট প্রার্থী কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য । সংগঠন বা ভোট ব্যাংক কোনোটাই না থাকা সত্ত্বেও জোট স্বার্থে সিপিএম নেতৃত্ব এই আসনে কংগ্রেসকে সমর্থন করেছে । আর সংগঠন ও ভোট থাকার পরেও কেন দলের প্রার্থী নয়, এই নিয়ে লোকসভা জুড়ে সিপিএমের নিচুতলার কর্মীদের একাংশ মধ্যে প্রকাশ পাচ্ছে চাপা ক্ষোভ ।

দক্ষিণে কাউন্সিলর ভোটের মতো এক্কেবারে পাড়ায় পাড়ায় কর্মীরা সিপিএম প্রার্থী নিয়ে চষে ফেলছেন । আর উত্তরে দীর্ঘদিন অপেক্ষার পর মিলেছে কংগ্রেস প্রার্থী । সোশাল মিডিয়া থেকে টুকটাক কয়েকটি এলাকায় দুয়েকটা দেওয়াল প্রদীপ ভট্টাচার্যর নামে লেখা শুরু করা হয়েছে সিপিএমের তরফে । তবে কংগ্রেসের এখনও দেখা মিলছে না । সবে গতকাল বৈঠক হয়েছে । প্রার্থী পথে-প্রচারে নামতে আগামী মাসের শুরু । পুরোটাই ভরসা সিপিএমের উপর ।

বৌবাজার এলাকার সিপিএমের এক স্থানীয় নেতার কথায়, ‘‘কবে বিরিয়ানি খেয়েছিল এখনও হাতে গন্ধ শুকলে হবে কী করে ? এক সময় কংগ্রেসের গড় ছিল, এটা ঠিক ৷ কিন্তু পরবর্তী সময়ে একাধিক নির্বাচনের ফলাফল তো স্পষ্ট করেছে কংগ্রেসের ভোট আর সেই অর্থে নেই । কংগ্রেসের সংগঠনই বা কোথায় ? এর পরেও আমাদের মুখ বুজে প্রদীপবাবুর জন্য রাস্তায় নামতে হবে । দেওয়াল লিখিয়েছি ৷ দল যেমন বলবে করব । কিন্তু আমদের কর্মীদের কতটা চাঙ্গাভাবে কাজ করাতে পারব বলতে পারছি না ।’’

কলকাতা উত্তরের কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যর সমর্থনে চলছে দেওয়াল লিখন

মানিকতলা বিধানসভা এলাকার সিপিএমের এক বুথকর্মীর কথায়, ‘‘তৃণমূলের বিরুদ্ধে ভোট লড়তে বুথে বসি ৷ দলের জন্য মার খেয়েছি । এখনও দল করি । আমাদের দলে নিচুতলার কর্মীদের কথা মতামত নেওয়া ও বিবেচনা করাটাই রীতি ছিল । তবে এবার তো জোটের স্বার্থে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হল । দলের জন্য তৃণমূলের হতে মার খেয়েও হুমকি সহ্য করেও লড়াই করি । সেটা অন্যের জন্য করব না । আমরা অনেকেই এই ভোটে বুথে বসব না ।’’

কাশীপুর-বেলগাছিয়া অঞ্চলের এক সিপিএম কর্মী বলছেন, ‘‘দেখুন কংগ্রেসের ভোট প্রায় নেই । লোকবল নেই । তৃণমূল বিজেপির বিরুদ্ধে প্রচার থেকে শুরু করে ভোটের দিন বুথ আগলে রাখতে হবে আমাদের । তার পরেও এই আসন কংগ্রেসকে দেওয়া হল বৃহত্তর স্বার্থে । আমাদের উত্তর থেকে দক্ষিণে ভোট ও সংগঠন ভালো । সেখানে কংগ্রেস প্রার্থী দেবে বলেছিল, আমরা না করেছি । ওরা দেয়নি । এমন বেশ কয়েকটি জায়গায় আলোচনা করে করতে হয়েছে । তাই ইচ্ছে না থাকলেও উপায় নেই । তবে সিপিএম ভোটাররা তারা কতটা হাতে ভরসা রাখবে, সেটাও আমাদের কাছে আশঙ্কার বিষয় । তবে লড়াইয়ের স্বার্থে পুরনো ভোটারদের পরিচিত ভোটারদের বোঝাবো তৃণমূল ও বিজেপিকে রুখতে বাম কংগ্রেস জোট প্রার্থীকে ভোট দিতে ।’’

এই নিয়ে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেন, ‘‘এই সময় জোট প্রক্রিয়া চলছে । তাই এই বিষয় নিয়ে এখন কোনও মন্তব্য করতে চাইছি না ।’’ অন্যদিকে উত্তর কলকাতার দায়িত্বপ্রাপ্ত সিপিএম নেতা তরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এটা আঞ্চলিক নয়, সারা দেশজুড়ে কংগ্রেসের সঙ্গে আমাদের বোঝাপড়া ৷ আমাদের মূল লক্ষ্য সারা দেশে বিজেপিকে পরাস্ত করা এবং রাজ্য়ে তৃণমূল-বিজেপি উভয়কে পরাস্ত করা ৷ সর্বোচ্চ বোঝাপড়া থেকেই উত্তর কলকাতায় বামফ্রন্ট আসন দেয়নি৷ সেখানে কংগ্রেস দিয়েছে ৷’’

তিনি আরও বলেন, ‘‘সিপিএমের পক্ষ থেকে কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যকেই সমর্থন করা হয়েছে ৷ সেই অনুসারে দিকে দিকে প্রচার থেকে ভোটের সমস্তরকম কাজকর্ম করা হবে ৷ এখানে সমস্যার কিছু নেই ৷ যদি কোনও অংশে নিচুতলার কর্মীদের মধ্যে এমন ক্ষোভ-বিক্ষোভ থেকে থাকে, তা আমরা কর্মিসভায় আলোচনা করে মিটিয়ে ফেলব ৷’’

আরও পড়ুন:

  1. বামেদের আসন কংগ্রেসকে ছাড়া হবে না, সাফ জানিয়ে দিলেন বিমান বসু
  2. অব্যাহত জোট-জট, বামেদের নতুন প্রার্থী তালিকায় মুর্শিদাবাদে সেলিম
  3. মীনাক্ষীকে প্রার্থী করছে না সিপিএম! জোট নিয়ে বিকাশকে দায়িত্ব বামেদের

ABOUT THE AUTHOR

...view details