মালদা, 12 এপ্রিল: একসময় এই জমি তাদের গড় ছিল ৷ যেকোনও ভোটের বাতাস উঠলেই এই জমিতে হাত নড়ে উঠত ৷ কিন্তু দিনবদলের গানে বদলে গিয়েছে জমির চরিত্রও ৷ পুরনো ‘চাষি’দের অনেকেই আজ অন্য শিবির বেছে নিয়েছেন ৷ তাই পুরাতন মালদার হাতের জমিতেও এখন দোলা খাচ্ছে ঘাসফুল ৷ পরিস্থিতি এমনই যে যেদিন বিজেপি প্রার্থী ঢাক-ঢোল নিয়ে হাজারো কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে গা ভাসাতে ভাসাতে মনোনয়ন করতে যাচ্ছেন, সেদিন পুরাতন মালদায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন চলছে ৷ সেদিন থেকে শুরু হচ্ছে প্রচারও ৷ যদিও দলীয় নেতৃত্বের দাবি, এসব বাহ্যিক ৷ আসল প্রচার প্রার্থী ঘোষণার পরেই শুরু হয়ে গিয়েছে ৷
শুক্রবার থেকে তৃতীয় দফা নির্বাচনের মনোনয়ন পর্ব শুরু হল ৷ প্রথম দিনই উত্তর মালদা কেন্দ্রের পদ্ম-প্রার্থী তথা বিদায়ী সাংসদ খগেন মুর্মু মনোনয়ন জমা করেছেন ৷ ঠিক সেদিন পুরাতন মালদা পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে প্রচার করতে দেখা গিয়েছে বাম-কংগ্রেসকে ৷ নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেসের সহ-সভাপতি ভূপেন্দ্রনাথ হালদার ওরফে অর্জুন ৷ তিনি এলাকার প্রাক্তন বিধায়কও বটে ৷ সঙ্গে ছিলেন স্থানীয় বাম-কংগ্রেসের নেতা-কর্মীরা ৷
অর্জুন বলেন, “আজ আমরা পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে প্রচার চালাচ্ছিলাম ৷ তখনই চোখে পড়ে, এই কেন্দ্রে আমাদের প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে দেওয়াল লিখন চলছে ৷ আমরাও দেওয়াল লিখনে হাত লাগাই ৷ অনেকেই বলছে, আমরা নাকি প্রচারে পিছিয়ে রয়েছি ৷ কিন্তু আমাদের প্রচারের ধরনটা অন্যরকম৷ আমরা প্রথমে একেবারে নিচুস্তরে প্রচার করেছি ৷ তৃণমূলস্তরের কর্মীরা মানুষের ঘরে ঘরে প্রচার করেছেন ৷ 21 মার্চ প্রার্থী ঘোষণার পরই সেই প্রচার শুরু হয়ে গিয়েছে ৷ গ্রাউন্ড লেভেলে কর্মী বৈঠকও চলছে ৷’’