কলকাতা, 10 এপ্রিল: আসন সমঝোতায় মেদিনীপুরের ঘাটাল লোকসভার 'ভুল' শুধরে নিতে চায় হাত শিবির। যে 'ভুল' সংশোধন কোচবিহারে সম্ভব হয়নি, তা ঘাটালে সম্ভব হবে বলেই কংগ্রেস সূত্রের খবর। কংগ্রেস ঘাটাল লোকসভা আসনে আর প্রার্থী দেবে না বলেই জানাচ্ছে। বরং, বাম-কংগ্রেস আসন 'সমঝোতা'র ভিত্তিতে আগামী কয়েকদিনের মধ্যে কাঁথি লোকসভা আসনে জাতীয় কংগ্রেস নতুন করে প্রার্থী ঘোষণা করবে। কারণ, বামফ্রন্টের তরফে বুধবার শেষ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "বামেদের তরফে আর কোনও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে না।" কিন্তু, পড়ে থাকা কাঁথি লোকসভা আসনে কে প্রার্থী হবেন, সে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি। ফলে মনে করা হচ্ছে কাঁথি আসনটি কংগ্রেসের জন্যই ছেড়েছে বামেরা ৷
তবে, প্রদেশ কংগ্রেস সদর দফতর বিধান ভবন ও মুজফফর আহমেদ ভবন সূত্রে খবর, আসন সমঝোতা করে মেদিনীপুরের কাঁথি লোকসভা আসন কংগ্রেসে জন্য ছাড়া হয়েছিল। কিন্তু প্রতিটি লোকসভা আসনের যে নির্দিষ্ট ক্রমিক নম্বর তা ভুল করেছিল জাতীয় কংগ্রেস। ঘাটাল লোকসভার সঙ্গে কাঁথি লোকসভার ক্রমিক নম্বর গুলিয়ে ফেলেন কংগ্রেস নেতারা। ঠিক এই কারণেই গত রবিবার ঘাটাল লোকসভা আসনে পাপিয়া চক্রবর্তীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। যদিও পরে পাপিয়া চক্রবর্তীর বিজেপি যোগের অতীত প্রকাশ্যে আসতেই বিক্ষোভ শুরু হয় মেদিনীপুর কংগ্রেসে। যার আঁচ প্রদেশ সদর দফতর বিধানভবনে এসেও পড়ে। সেই ক্ষতে প্রলেপ দেন এআইসিসি নেতা গোলাম আহমেদ মীর। ঘাটালে প্রার্থী বদলের সিদ্দান্তের কথা জানান তিনি।