পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

ঘাটালের ভুল শুধরে কাঁথিতে প্রার্থী দিচ্ছে কংগ্রেস - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: ঘাটালের ভুল শুধরে কাঁথিতেই প্রার্থী দিচ্ছে কংগ্রেস ৷ প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, আসন সমঝোতা করে মেদিনীপুরের কাঁথি লোকসভা আসনটি কংগ্রেসে জন্য ছেড়েছিল বামেরা।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 7:43 AM IST

কলকাতা, 10 এপ্রিল: আসন সমঝোতায় মেদিনীপুরের ঘাটাল লোকসভার 'ভুল' শুধরে নিতে চায় হাত শিবির। যে 'ভুল' সংশোধন কোচবিহারে সম্ভব হয়নি, তা ঘাটালে সম্ভব হবে বলেই কংগ্রেস সূত্রের খবর। কংগ্রেস ঘাটাল লোকসভা আসনে আর প্রার্থী দেবে না বলেই জানাচ্ছে। বরং, বাম-কংগ্রেস আসন 'সমঝোতা'র ভিত্তিতে আগামী কয়েকদিনের মধ্যে কাঁথি লোকসভা আসনে জাতীয় কংগ্রেস নতুন করে প্রার্থী ঘোষণা করবে। কারণ, বামফ্রন্টের তরফে বুধবার শেষ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "বামেদের তরফে আর কোনও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে না।" কিন্তু, পড়ে থাকা কাঁথি লোকসভা আসনে কে প্রার্থী হবেন, সে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি। ফলে মনে করা হচ্ছে কাঁথি আসনটি কংগ্রেসের জন্যই ছেড়েছে বামেরা ৷

তবে, প্রদেশ কংগ্রেস সদর দফতর বিধান ভবন ও মুজফফর আহমেদ ভবন সূত্রে খবর, আসন সমঝোতা করে মেদিনীপুরের কাঁথি লোকসভা আসন কংগ্রেসে জন্য ছাড়া হয়েছিল। কিন্তু প্রতিটি লোকসভা আসনের যে নির্দিষ্ট ক্রমিক নম্বর তা ভুল করেছিল জাতীয় কংগ্রেস। ঘাটাল লোকসভার সঙ্গে কাঁথি লোকসভার ক্রমিক নম্বর গুলিয়ে ফেলেন কংগ্রেস নেতারা। ঠিক এই কারণেই গত রবিবার ঘাটাল লোকসভা আসনে পাপিয়া চক্রবর্তীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। যদিও পরে পাপিয়া চক্রবর্তীর বিজেপি যোগের অতীত প্রকাশ্যে আসতেই বিক্ষোভ শুরু হয় মেদিনীপুর কংগ্রেসে। যার আঁচ প্রদেশ সদর দফতর বিধানভবনে এসেও পড়ে। সেই ক্ষতে প্রলেপ দেন এআইসিসি নেতা গোলাম আহমেদ মীর। ঘাটালে প্রার্থী বদলের সিদ্দান্তের কথা জানান তিনি।

সোমবার এআইসিসি নেতা ও বঙ্গ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমদের মীরের বিরুদ্ধেও স্লোগান ওঠে। পরে সাংবাদিক সম্মেলনে মীর বলেন, "বাংলার ভোটের পরিস্থিতি পর্যালোচনা করতেই বৈঠক। আমাদের বিভিন্ন জেলার নেতা-কর্মীরা তাদের মতামত-বক্তব্য জানিয়েছেন। প্রাথমিকভাবে ঘাটাল লোকসভা আসনে প্রার্থী বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি বিষয়গুলির পর্যালোচনা করা হবে। আগামী 7-8 দিনের মধ্যে নতুন সিদ্ধান্ত জানানো হবে।" শুধু কংগ্রেসে বিক্ষোভ নয়, ক্ষোভ ছড়িয়েছিল রাজ্য বামফ্রন্টের মধ্যেও। কারণ, কংগ্রেসের আগেই বাম শরিক দল সিপিআই ঘাটালে দলীয় রাজ্যস্তরের নেতা তপন গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করে। তারপরও সেখানে কীভাবে কংগ্রেস প্রার্থী দেয়, তা নিয়েই প্রশ্ন ওঠে। কিন্তু, পরে কংগ্রেসের ক্রমিক সংখ্যা ভুলের বিষয়টি জানাজানি হয়। ফলে বুধবারের খবর অনুযায়ী, বাম-কংগ্রেস আসন সমঝোতার ভিত্তিতে ঘাটালে পুনরায় প্রার্থী দেবে না কংগ্রেস। কাঁথিতেই প্রার্থী দিচ্ছে তারা।

আরও পড়ুন:

  1. অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদাহরণ তুলে বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন কুণাল
  2. বারাসতে প্রার্থী বদল বামেদের, বরানগর উপনির্বাচনে দাঁড়াচ্ছেন সিপিএমের তন্ময়
  3. অপসারিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রবীর, গেরুয়া যোগের কথা স্বীকার বাম-বিজেপির

ABOUT THE AUTHOR

...view details