পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

সন্দেশখালির ঘটনায় এসপি অফিস ঘেরাও বিজেপির, ধুন্ধুমার সুন্দরবনে - সন্দেশখালির ঘটনা

BJP Protest against Sandeshkhali incident: সন্দেশখালির ঘটনায় সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বাঁধল ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বিজেপি কর্মী সমর্থকরা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 1:27 PM IST

Updated : Feb 15, 2024, 3:26 PM IST

সন্দেশখালির ঘটনায় এসপি অফিস ঘেরাও বিজেপি

কাকদ্বীপ, 15 ফেব্রুয়ারি: সন্দেশখালির ঘটনার বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল সুন্দরবনে ৷ বৃহস্পতিবার পুলিশের সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা ৷

বুধবার সন্দেশখালিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ আর এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ অবস্থান কর্মসূচি ডাক দিয়েছিলেন মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি নবেন্দুসুন্দর নস্কর । তাঁর নেতৃত্বে এ দিন বহু বিজেপি কর্মী সমর্থক সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন । বিক্ষোভকারীদের আটকানোর জন্য পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হয় । তবে সেই ব্যারিকেড ভেঙে প্রচুর বিজেপি কর্মী সমর্থক পুলিশ সুপারের অফিসের দিকে এগিয়ে যেতে থাকেন । তাঁদের বাধা দেয় পুলিশ ৷ এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা ।

বিজেপি কর্মী সমর্থকদের বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের । এরপর মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি নবেন্দুসুন্দর নস্করের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারের অফিসে যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । বিক্ষোভকারীদের রাস্তা থেকে টেনে-হিঁচড়ে তুলতে হয় পুলিশকে ৷ এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে আটক করেছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ ।

এই বিষয়ে মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি নবেন্দুসুন্দর নস্কর বলেন, "গোটা রাজ্যজুড়ে নৈরাজ্য চলছে । রাজ্যের মা-বোনেদের সম্মানের কোনও দাম নেই । সন্দেশখালির মা-বোনেদের উপর যেভাবে নির্মম অত্যাচার হয়েছে, তার আমরা তীব্র নিন্দা জানাই । সন্দেশখালির ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনও পর্যন্ত অধরা । গতকাল সন্দেশখালি যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে রাজ্য পুলিশ পরিকল্পিতভাবে হেনস্থা করেছে । আমরা গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি । আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমাদের আন্দোলন আরও বৃহত্তর হবে । পুলিশ রাজ্য সরকারের দলদাসে পরিণত হয়েছে ৷ এভাবে পুলিশকে দিয়ে বিজেপি কর্মী সমর্থকদের আটকে রাখা যাবে না । সাধারণ মানুষ সবই দেখছেন ৷ আগামী লোকসভা নির্বাচনে মানুষ এর যোগ্য জবাব দেবেন ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালি কাণ্ডে রাজ্যের রিপোর্টের অপেক্ষায় রাজ্যপাল
  2. সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন, তদন্তে বিজেপি'র উচ্চস্তরীয় কমিটি
  3. লোকসভা নির্বাচন, রাজ্যের জন্য সর্বোচ্চ 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন
Last Updated : Feb 15, 2024, 3:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details