পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

'চিরঞ্জিত দুর্নীতিগ্রস্ত, জেলে যাবেন'! তৃণমূল বিধায়ককে বেনজির আক্রমণ বিজেপির স্বপনের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Swapan Majumdar attacks TMC: তৃণমূল সম্পর্কে বলতে গিয়ে 'কুকুর'-এর সঙ্গে তুলনা করেছিলেন বিজেপির প্রার্থী স্বপন মজুমদার ৷ পালটা তার প্রত্যুত্তরে বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীও বিজেপি বিধায়ককে 'কুকুর' সম্বোধন করেছিলেন। এবার দুর্নীতি কাণ্ডে তৃণমূল বিধায়ককে বেনজির আক্রমণ স্বপন মজুমদারের।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 10:10 PM IST

স্বপন মজুমদার

বারাসত, 25 এপ্রিল: দুর্নীতিকাণ্ডে এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তাঁর দলের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছিলেন বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। এবার সেই দুর্নীতিকাণ্ডে তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর নাম জড়িয়ে তাঁকেও সরাসরি নিশানা করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। এই বিষয়ে বৃহস্পতিবার ইটিভি ভারতের মুখোমুখি হয়ে স্বপন বলেন, "উনি একজন দুর্নীতিগ্রস্ত বিধায়ক। চাকরি চুরির দায়ে ওঁকেও জেলে যেতে হবে একদিন ৷ তাই কাউকে কিছু বলার আগে উনি নিজের মাথার কাটা তারটা জুড়ে নেন।"

প্রসঙ্গত, এর আগে ইটিভি ভারতেই তৃণমূল সম্পর্কে বলতে গিয়ে 'কুকুর'-এর সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপির বিধায়ক প্রার্থী স্বপন মজুমদার। শুধু তাই নয়, এই রাজনৈতিক দলকে 'মুগুর' দেওয়ার নিদানও দিয়েছিলেন তিনি। যা ঘিরে ভোটের মুখে শোরগোল পড়ে গিয়েছিল জেলা রাজনীতির অন্দরে। পালটা তার প্রত্যুত্তরে বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীও বিজেপি বিধায়ককে 'কুকুর' সম্বোধন করেছিলেন। এমনকী স্বপনের রাজনৈতিক জীবনের পূর্ব ইতিহাস নিয়েও কটাক্ষ করেন নেতা-অভিনেতা। সেই বিষয়ে এদিন বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে জিজ্ঞাসা করা হলে চিরঞ্জিত চক্রবর্তীকে 'দুর্নীতিগ্রস্ত' বলে বেনজির আক্রমণ করেন ৷

এই প্রসঙ্গে শাসকদলের বিধায়ককে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে স্বপন বলেন, "ওঁকে বলব এটা রাজনীতির ময়দান। সিনেমার পর্দা নয়! ভুলে যাবেন না। আপনি সিনেমার পর্দায় ঠিক ছিলেন। রাজনীতি আপনার জন্য নয়। এখানে এসে প্রত্যেকবার ভোটে দাঁড়াব না বলে চিৎকার করতে থাকেন। পরের মুহূর্তে আবার মুখ্যমন্ত্রী বলেছেন বলে ভোটে দাঁড়িয়ে পড়েন। অনেক লোভ-লালসা এসে গিয়েছে সবার মধ্যে। কাটমানি, দুর্নীতিতে তৃণমূলের সব স্তরের নেতারা জড়িত। দুর্নীতির দায়ে তৃণমূলের নেতারা একের পর এক জেলে যাচ্ছেন। চাকরি চুরি হয়েছে। কাটমানি খেয়েছেন। তাতে আগামিদিনে আপনার পালাও আসতে পারে ৷"

বারাসতের পদ্ম প্রার্থী আরও বলেন, "তৃণমূলে চোর ছাড়া আর কোনও লোক নেই। একজনও ভদ্রলোকের নাম বলা যাবে না। এমন কেউ নেই যিনি চুরি করেননি, কাটমানি খাননি! চাকরি চুরির সঙ্গে তৃণমূলের ছোট, বড়, মাঝারি সমস্ত স্তরের নেতার নাম রয়েছে। এটা নতুন করে বলার কী আছে !চোরের মায়ের বড় গলা।

আরও পড়ুন

বীরভূমে বিজেপির দুই প্রার্থী ! দেবাশিসের সঙ্গেই মনোনয়ন পদ্মের দেবতনুর

এবার থেকে দশ বছর সংরক্ষিত থাকবে ওএমআর, নির্দেশ শিক্ষামন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details