কলকাতা, 6 মার্চ: বারাসতের সভা থেকেও বুধবার ফের সন্দেশখালি নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁকে পালটা জবাব দিয়ে কটাক্ষের সুরে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, "উনি মহান ব্যক্তি, উনি সব বলতে পারেন ৷"
উল্লেখ্য, প্রধানমন্ত্রী বলেছেন, "মহিলাদের উপর অত্য়াচার করে অন্য়ায় করেছে তৃণমূল ৷ সারা রাজ্যে সন্দেশখালি ঝড় উঠবে ৷ তৃণমূলের মাফিয়া শক্তিকে পরাজিত করতে মা-বোনেরা জেগে উঠেছে ৷" এ প্রসঙ্গে মোদিকে পালটা জবাব দিতে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখার কথা বলেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, "সন্দেশখালি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে ৷ আমি এই প্রসঙ্গে কিছু বলব না । উনি মহান ব্যক্তি, উনি এ বিষয়ে কথা বলতে পারেন । কিন্তু বিচার চলাকালীন আমি এমন কিছু নিয়ে মন্তব্য করব না । শুধু এটা বলতে পারি যে, কোথায় কোনও অত্যাচার, কোথায় কোনও অবিচার হচ্ছে, তার নিরসন করতে হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে পড়ে, সেটা উনি করেন ।"
56 দিন ফেরার থাকার পর রাজ্য পুলিশ গ্রেফতার করেছে সন্দেশখালির ত্রাস তৃণমূল নেতা শেখ শাহজাহানকে । তাঁকে গ্রেফতারের দাবিতেই বারেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল সেখানকার একের পর এক গ্রাম । তৃণমূল নেতার অত্যাচারের বিরুদ্ধে সামনে এসে সরব হন মহিলারা । সেই ঘটনার কথা টেনে রাজ্য সফরে এসে প্রত্য়েকটা সভায় তৃণমূল ও শাহজাহানের বিরুদ্ধে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
প্রধানমন্ত্রী বলেন, "সন্দেশখালিতে যা হয়েছে যে কোনও মানুষের মাথা নত হয়ে যাবে লজ্জায় । কিন্তু রাজ্যের মানুষের সুখ দুঃখ নিয়ে তৃণমূল সরকারের কিছু যায় আসে না । সরকার মহিলাদের উপর অত্যাচারে অভিযুক্তকে রক্ষা করতে সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে । গরিবের উপর নয়, অত্যাচারীদের উপর ভরসা করছে তৃণমূল । সন্দেশখালির ঝড় বাংলা থেকে তৃণমূলকে উড়িয়ে নিয়ে চলে যাবে ।"
আরও পড়ুন:
- 'সন্দেশখালির ঝড় তৃণমূলকে উড়িয়ে নিয়ে যাবে বাংলা থেকে', বারাসতে হুঙ্কার মোদির
- প্রধানমন্ত্রীর বারাসতের সভায় সন্দেশখালির গ্রামবাসীরা
- মণিপুরে নীরব, সন্দেশখালি নিয়ে চোখের জল! মোদিকে পালটা তৃণমূল