সুরিন্দর সিং আলুওয়ালিয়ার এক্সক্লুসিভ সাক্ষাৎকার৷ দুর্গাপুর, 22 ফেব্রুয়ারি: সন্দেশখালি নিয়ে ফের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হলেন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ ইটিভি ভারত-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে খালিস্তানি মন্তব্য বিতর্ক নিয়ে সরাসরি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ৷ প্রশ্ন তুললেন, সন্দেশখালি তৃণমূল সরকারের কবরস্থান হয়ে যাবে বলেই কি এই বিতর্ক তোলা হল ?
উল্লেখ্য, রাজ্য পুলিশের এক আধিকারিককে খালিস্তানি বলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ৷ এই নিয়ে আগেই সরব হয়েছেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ বিজেপির কেউ এই মন্তব্য করতে পারে না বলেও তিনি জানিয়েছেন ৷ সেই প্রসঙ্গেই ইটিভি ভারত-কে তিনি বলেন, ‘‘আমি যতটুকু সংবাদমাধ্যমে দেখেছি তাতে কাউকে ওই অফিসারকে খালিস্তানি বলতে শুনিনি । তবে ওই পুলিশ অফিসার দাবি করছেন তাঁকে খালিস্তানি বলা হয়েছে ।’’
এর পরই তিনি পুরো বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে তোপ দাগেন ৷ তিনি বলেন, ‘‘...আর ওটাকেই হাইলাইট করেছেন মুখ্যমন্ত্রী । কেন এই ঘটনা ঘটার পরেই, তা পোস্ট হয়েছে ? কিসের জন্য ? কি ষড়যন্ত্র আছে ? সন্দেশখালি তৃণমূল সরকারের কবরস্থান হয়ে যাবে বলে ? এই ভয় এই আতঙ্কে যে আমাকে কোনোরকমে এটাকে সরাতে হবে ।"
এই ইস্যুতে তৃণমূলের অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের দিকে ৷ তবে বিজেপি সাংসদকে দেখা গেল শুভেন্দু অধিকারী ও অগ্নিমিত্রা পালের সমর্থনে আওয়াজ তুলতে । শিখ আইপিএস অফিসার কে ‘খালিস্তািনি’ বলা বিতর্কে বিজেপির শিখ ভোটব্যাংকে কোনও প্রভাব পড়বে না বলেও জানালেন এসএস আলুওয়ালিয়া ।
সন্দেশখালির আন্দোলনকারীদের দাবি, তাদের উপর অত্যাচার দীর্ঘদিন ধরে হচ্ছে ৷ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার বক্তব্যেও তেমনই আভাস মিলেছে ৷ তিনি বলছেন, "সন্দেশখালিতে আজ এরকম ঘটনা তা নয়, 2014 সালে আমি যখন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ, সেই সময় আমার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সন্দেশখালিতে গিয়েছিল । রাহুল সিনহা, মুখতার আব্বাস নকভিরা ছিলেন সেই দলে । সেই সময় দেখেছিলাম যে বাংলাদেশ সীমান্তের কাছে এই সন্দেশখালিতে প্রতিবাদ করলেই মাথা কেটে নেওয়া হত । ঘর বাড়ি কেড়ে নিত । মহিলাদের, শিশুদের ওপরে অত্যাচার হত । বাংলাদেশে তাদের পাঠিয়ে দেওয়া হত ।’’
এখন সাধারণ মানুষও সরব হয়েছেন৷ তাহলে লোকসভা নির্বাচনে বাংলায় সন্দেশখালি বিজেপির অন্যতম হাতিয়ার হয়ে উঠবে ? বর্ধমান-দুর্গাপুরের সাংসদের কথায়, ‘‘আজ সন্দেশখালির ঘটনা প্রকাশ্যে এসেছে যখন ভারতীয় জনতা পার্টি সন্দেশখালির ঘটনাকে নিয়ে আন্দোলন করছে, তখন সরকার পুলিশ দিয়ে ব্যারিকেড করে, লাঠিচার্জ, টিয়ার গ্যাস এমনকি বিধানসভায় বিধায়কদের সাসপেন্ড করে সে আন্দোলনকে বন্ধ করে দিতে চাইছে । শুধু তাই নয়, নতুন করে শিখ ধর্মাবলম্বীদের সঙ্গে বিজেপির সংঘাত তৈরির একটা চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী ।"
কিন্তু বিজেপির লড়াই তো শুধু সন্দেশখালিতে নয়, আসন্ন লোকসভা নির্বাচনে সারা দেশে লড়তে হবে বিজেপিকে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন বিজেপি এবার 370 আসনে জিতবে ৷ এনডিএ পাবে 400-র বেশি আসন ৷ বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’কে সামলে কি সেই লক্ষ্যপূরণ করা সম্ভব হবে ? এই নিয়ে বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বললেন, "এবারে প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন এনডিএ জোট দেশে 400টির বেশি আসন পাবে আর বিজেপি এককভাবে 370টি আসন পাবে ।"
আর পশ্চিমবঙ্গে কী হবে ? সেখানে কি অমিত শাহের দেওয়া লক্ষ্যপূরণ হবে ? এই নিয়ে বর্ধমান-দুর্গাপুরের সাংসদের বক্তব্য, "30টি আসন পাওয়া একেবারেই সম্ভব । রাজ্যে যদি একদফায় ভোট হয় তাহলে 42 টি আসন বিজেপি পেতে পারে । কারণ, ধাপে ধাপে ভোট হলে গুন্ডা, মস্তানরা এক জায়গা থেকে অন্য জায়গায় ভোট করাতে যেতে পারে । সেটা বন্ধ হলেই বিজেপি ভালো ফল করবে ।"
আরও পড়ুন:
- খালিস্তানি মন্তব্য তৃণমূলের স্ক্রিপটেড, মমতার সমালোচনায় সরব বিজেপি সাংসদ আলুওয়ালিয়া
- খালিস্তানি মন্তব্য বিতর্কে তদন্ত চাইলেন বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া
- সন্দেশখালির মহিলাদের অসম্মানের অভিযোগ, কুণাল ঘোষের কুশপুত্তলিকা দাহ বিজেপির