পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

এবার ঘরের মাঠে ভোটের লড়াইয়ে 'গুগল গুরু' আলুওয়ালিয়া - SS Ahluwalia

Lok Sabha Election 2024: জল্পনার অবসান ঘটিয়ে বহুচর্চিত আসানোসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হল এসএস আলুওয়ালিয়াকে ৷ এর আগে পাহাড় থেকে সমতলে পরীক্ষা দিয়েছেন তিনি ৷ এবার তাঁর লড়াই ঘরের মাঠে ৷ আসানসোলের ভূমিপুত্র তিনি ৷ দল এই আসনে ভরসা রাখল দুঁদে এই রাজনৈতিক নেতার উপর ৷

SS Ahluwalia
SS Ahluwalia

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 5:25 PM IST

দুর্গাপুর, 10 এপ্রিল: এত সহজে তিনি হার মানার পাত্র নন, টিকিট তিনি পাবেনই ৷ 32 বছরের সাংসদ কী আর এমনি দিল্লিতে বসেছিলেন চুপ করে? এসব জল্পনার মাঝেই কোথাও আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে গতবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জয়ী বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়ার নাম উঁকি দিয়েছিল। শেষমেশ বাজিমাত করলেন তিনি। আসানসোল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হল তাঁকে ৷ বুধবার বালুরঘাটে নির্বাচনী প্রচারে এসে এই কথা জানিয়েছেন খোদ অমিত শাহ ৷

সুরিন্দর সিং আলুওয়ালিয়া ভারতীয় রাজনীতিতে এক উজ্জ্বল নাম। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি ৷ এসএস আলুওয়ালিয়ার রাজনীতিতে হাতেখড়ি হয় কংগ্রেসে। পরে দলবদল করে গেরুয়া শিবিরে যোগদান করেন তিনি । পরপর রাজ্যসভার সাংসদ হিসাবে কাজ করার পর ভারতীয় জনতা পার্টির হয়ে এ রাজ্যের দার্জিলিং থেকে প্রার্থী হন তিনি এবং নিরঙ্কুশ জয়লাভ করে বিজেপি সাংসদ হিসেবে সংসদে যান । কিন্তু তিনি পাহাড়ভাগের ইস্যুকে মেনে নিতে পারেননি । আলাদা গোর্খাল্যাণ্ড ইস্যুতে তিনি রাজি ছিলেন না । তাই দার্জিলিং থেকে তাঁকে নিয়ে আসা হয় সমতলে।

2019 সালের লোকসভা নির্বাচনের মাত্র 15 দিন আগে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয় । সমতলে নেমেও বাজিমাত করেন তিনি । মাত্র 15 দিন প্রচার করার সুযোগ পেয়ে তাঁর নির্বাচনী ক্ষেত্রের সমস্ত জায়গায় পৌঁছতে পারেননি ৷ তবুও তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের এই কেন্দ্রের বিদায়ী সংসদ ডা: মমতাজ সংঘমিতাকে পরাস্ত করে আবার সাংসদ হন ।

72 বছর বয়সি সুরিন্দর সিং আলুওয়ালিয়ার জন্ম আসানসোলে । আসানসোল বিবি কলেজ থেকে পড়াশোনার পর কলকাতা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা লাভ করেন তিনি । দুর্গাপুরের জামাই সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ তাঁর জন্ম ও কর্মস্থান এই আসানসোল, দুর্গাপুর হলেও তিনি বিহার থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন । ভারতীয় রাজনীতিতে তাঁকে 'গুগল গুরু'ও বলা হয় । ভারতীয় রাজনীতি সম্পর্কে তাঁর অগাধ জ্ঞান রয়েছে। সাম্প্রতিক কালের প্রবীণ রাজনীতিবিদরা তাঁকে অত্যন্ত সমীহ করেন । দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অত্যন্ত 'ঘনিষ্ঠ' বলেও তিনি পরিচিত ।

সূত্রের খবর, বিজেপির একটি বড় অংশ চেয়েছিল আসানসোল আসনে জিতেন্দ্র তিওয়ারিকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হোক । কিন্তু দিল্লিতে শক্ত খুঁটি পোঁতা আলুওয়ালিয়ার ৷ তাই তাঁকে এবারের ভোটেও টিকিট পাওয়া থেকে বঞ্চিত করা গেল না । আসানসোলে প্রার্থী হিসেবে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম ঘোষণা হওয়ার পর তাঁর সঙ্গে প্রথম ফোনে যোগাযোগ করে ইটিভি ভারত ৷ তিনি বলেন, "আমি আগামিকাল বিকেল চারটের সময় অণ্ডাল বিমানবন্দরে নামব । সেখান থেকে দুর্গাপুর স্টিল টাউনশিপে আমার বাসভবনে যাব । তারপর আমি আসানসোলে রওনা দেব ।"

এখন চর্চায় এসএস আলুওয়ালিয়ার ভোটভাগ্য নিয়ে । তিনি যেখানেই গিয়েছেন সেখানেই সফল হয়েছেন । চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন ৷ আর এটাই হয়তো তাঁর বিরুদ্ধে যারা লড়াই করছেন তাদেরকে বড় দুশ্চিন্তায় ফেলবে বলে মনে করছে রাজনৈতিকমহল ।

আরও পড়ুন:

  1. আসানসোলের বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া, লড়াই শত্রুঘ্নর সঙ্গে
  2. নো কোশ্চেন-নো ডিবেট, সংসদে আসানসোল নিয়ে ‘খামোশ’ ছিলেন শত্রুঘ্ন !
  3. চড়া রোদ, রোজা রেখেও প্রচারে ঝড় জাহানারার; সফরসঙ্গী ইটিভি ভারত

ABOUT THE AUTHOR

...view details