হাওড়া, 15 মার্চ: গত 6 মার্চ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো চলাচলের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ন’দিন পর আজ শুক্রবার যাত্রীদের জন্য পরিষেবা শুরু করল মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ প্রথমদিনই হাওড়া ময়দান মেট্রো স্টেশনে সদলবলে হাজির হয়ে লোকসভা ভোটের প্রচার করলেন রথীন চক্রবর্তী ৷ নিত্যযাত্রীদের সঙ্গে কথা বললেন ৷ তাঁদের বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করলেন ৷
রথীন চক্রবর্তী এবার হাওড়া সদর লোকসভা আসনে বিজেপির প্রার্থী ৷ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত না হলেও তিনি প্রচারে নেমে পড়েছেন ৷ শুক্রবার ইস্টওয়েস্ট মেট্রোর এই অংশে যাত্রী পরিষেবা শুরু হওয়ায় তিনি প্রচার সারেন ৷ যেহেতু হাওড়ার বাইরের অনেক মানুষ মেট্রোতে উপস্থিত ছিলেন, তাই তিনি বিজেপির অন্য প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বানও জানান ৷
রথীন চক্রবর্তী বলেন, ‘‘আজকের এই দিনটি এক ঐতিহাসিক দিন । আমরা গর্বিত নরেন্দ্র মোদি এটা সকলের জন্য করেছেন । আমাদের কাছে কোনও বাধাই বাধা নয় । আমরা নরেন্দ্র মোদির গর্বিত সৈনিক ।’’ তাঁর সঙ্গেই প্রচারে উপস্থিত ছিলেন বিজেপি নেতা উমেশ রাই ৷ তিনি বলেন, ‘‘দেশের মধ্যে কলকাতাতেই প্রথম মেট্রোর সূচনা হয়েছিল । এরপর অনেক সরকার এসেছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল । যদিও নরেন্দ্র মোদির হাত দিয়েই প্রথম গঙ্গার নিচ দিয়ে মেট্রো চালু হল । মোদি যেটা বলেন, সেটাই করে দেখান ৷ এটাই মোদির গ্যারান্টি ।’’