পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

চলন্ত মেট্রোর মধ্যেই যাত্রীদের সঙ্গে জনসংযোগ-প্রচার হাওড়ার বিজেপি প্রার্থী রথীনের

Lok Sabha Elections 2024: হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই অংশের পরিষেবা শুরু হল শুক্রবার ৷ প্রথম দিনই মেট্রোয় সফর করেন হাওড়া সদর লোকসভা আসনের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী ৷ মেট্রো সফরের মাঝে তিনি যাত্রীদের সঙ্গে জনসংযোগ সারেন ৷ ভোটের প্রচারও করেন ৷

Lok Sabha Elections 2024
Lok Sabha Elections 2024

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 1:27 PM IST

Updated : Mar 15, 2024, 6:10 PM IST

চলন্ত মেট্রোর মধ্যেই যাত্রীদের সঙ্গে জনসংযোগ-প্রচার হাওড়ার বিজেপি প্রার্থী রথীনের

হাওড়া, 15 মার্চ: গত 6 মার্চ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো চলাচলের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ন’দিন পর আজ শুক্রবার যাত্রীদের জন্য পরিষেবা শুরু করল মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ প্রথমদিনই হাওড়া ময়দান মেট্রো স্টেশনে সদলবলে হাজির হয়ে লোকসভা ভোটের প্রচার করলেন রথীন চক্রবর্তী ৷ নিত্যযাত্রীদের সঙ্গে কথা বললেন ৷ তাঁদের বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করলেন ৷

রথীন চক্রবর্তী এবার হাওড়া সদর লোকসভা আসনে বিজেপির প্রার্থী ৷ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত না হলেও তিনি প্রচারে নেমে পড়েছেন ৷ শুক্রবার ইস্টওয়েস্ট মেট্রোর এই অংশে যাত্রী পরিষেবা শুরু হওয়ায় তিনি প্রচার সারেন ৷ যেহেতু হাওড়ার বাইরের অনেক মানুষ মেট্রোতে উপস্থিত ছিলেন, তাই তিনি বিজেপির অন্য প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বানও জানান ৷

রথীন চক্রবর্তী বলেন, ‘‘আজকের এই দিনটি এক ঐতিহাসিক দিন । আমরা গর্বিত নরেন্দ্র মোদি এটা সকলের জন্য করেছেন । আমাদের কাছে কোনও বাধাই বাধা নয় । আমরা নরেন্দ্র মোদির গর্বিত সৈনিক ।’’ তাঁর সঙ্গেই প্রচারে উপস্থিত ছিলেন বিজেপি নেতা উমেশ রাই ৷ তিনি বলেন, ‘‘দেশের মধ্যে কলকাতাতেই প্রথম মেট্রোর সূচনা হয়েছিল । এরপর অনেক সরকার এসেছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল । যদিও নরেন্দ্র মোদির হাত দিয়েই প্রথম গঙ্গার নিচ দিয়ে মেট্রো চালু হল । মোদি যেটা বলেন, সেটাই করে দেখান ৷ এটাই মোদির গ্যারান্টি ।’’

মেট্রোর যাত্রীদের সঙ্গে কথা বলছেন রথীন চক্রবর্তী৷ শুক্রবার

কলকাতাই দেশের প্রথম শহর যেখানে প্রথম পাতালরেল বা মাটির নিচ দিয়ে মেট্রো চলাচল শুরু হয় ৷ আবার সেই শহরই প্রথমবার জলের নিচ দিয়ে মেট্রো চলাচল শুরু হল ৷ স্বাভাবিকভাবে গঙ্গার নিচের এই মেট্রো সফরের জন্য উদগ্রীব ছিলেন অনেকেই ৷ শুক্রবার তাই ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ সেই ভিড়ের নজর বিজেপির দিকে টানতে হাওড়া ময়দান স্টেশনের বাইরে প্রচারও শুরু করে গেরুয়া শিবির ৷ মাইকিং করা হয়, স্লোগান দেওয়া হয় ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে জয়ধ্বনিও দেওয়া হয় বিজেপির তরফে ৷

যদিও বিজেপির এই প্রচারে জেরে পরিষেবার শুরুতেই নাকাল হতে হয় সাধারণ যাত্রীদের ৷ কারণ, রথীন চক্রবর্তীর সঙ্গে বহু বিজেপি কর্মী-সমর্থক স্টেশন চত্বরে ঢুকে পড়েন ৷ মেট্রোর গেট দিয়ে স্টেশনে প্রবেশের সময় সমস্যা দেখা দেয় ৷ এতে অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ৷

আরও পড়ুন:

  1. ছুটছে নীল আলো...গঙ্গার নীচে সুড়ঙ্গে ঐতিহাসিক মেট্রো সফরে কলকাতা-হাওড়া
  2. 41 বছর পর ফের ইতিহাস, পাতালরেলে জুড়ল দুই পড়শি হাওড়া-কলকাতা
  3. 'আমার হাওড়ার মানুষের উপর বিশ্বাস আছে', জয় নিয়ে নিশ্চিত প্রার্থী রথীন
Last Updated : Mar 15, 2024, 6:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details