কলকাতা, 26 মার্চ: একটি আসনে বিধায়ক প্রয়াত হয়েছেন ৷ অন্য একটি আসনে পদত্যাগ করেছেন বিধায়ক ৷ লোকসভা নির্বাচনের সঙ্গেই ওই দু’টি আসন বরানগর ও ভগবানগোলায় উপ-নির্বাচন হবে ৷ সেই উপ-নির্বাচনের জন্য মঙ্গলবার প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি ৷ উত্তর 24 পরগনার বরানগরে বিজেপি প্রার্থী করল কলকাতা পৌরনিগমের কাউন্সিলর সজল ঘোষকে ৷ আর মুর্শিদাবাদের ভগবানগোলায় বিজেপির হয়ে লড়াই করবেন ভাস্কর সরকার ৷
এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে দেশজুড়ে ৷ পশ্চিমবঙ্গের 42টি আসনও সাতটি দফায় ভাগ করা হয়েছে ৷ শেষ দফার ভোট আগামী 1 জুন ৷ সেদিনই অন্য কয়েকটি আসনের সঙ্গে উত্তর 24 পরগনার দমদম আসনেও ভোট হবে ৷ ওই কেন্দ্রের মধ্যেই পড়ছে বরানগর বিধানসভা আসনটি ৷ সেখানে 2021 সালে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের তাপস রায় ৷
কিন্তু চলতি মাসের গোড়ায় তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন ৷ তার পর যোগদান করেন বিজেপিতে ৷ তাঁর পদত্যাগে বিধাননগর আসনটি শূন্য হয়ে পড়ে ৷ তাই সেখানে উপ-নির্বাচন হবে ৷ সেখানে সজল ঘোষকে প্রার্থী করা হল বিজেপির তরফে ৷ রাজনৈতিক মহল বিজেপির এই সিদ্ধান্তকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ৷
তাদের ব্যাখ্যা, সজলও একসময় তৃণমূলে ছিল ৷ পরে বিজেপিতে আসেন ৷ কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপি তিনটি ওয়ার্ডে জয়ী হয় ৷ তার মধ্যে একটিতে জয়ী হন সজল ঘোষ ৷ রাজ্য রাজনীতি তাঁকে লড়াকু নেতা হিসেবেই চেনে ৷ তাছাড়া তাপস রায়ের সঙ্গেও তাঁর বরাবর সুসম্পর্ক ছিল ৷ এখনও রয়েছে ৷ তৃণমূল ছাড়ার সময় সজলের নাম শোনা গিয়েছিল তাপসের মুখে ৷ সজল কেন তৃণমূল ছেড়েছিলেন, সেই প্রশ্ন তুলেছিলেন তিনি ৷
রাজনৈতিক মহলের আরও বক্তব্য, তাপস রায় 2011 সাল থেকে বরানগরের বিধায়ক ৷ তাছাড়া উত্তর 24 পরগনাতেও তৃণমূলের সাংগঠনিক দায়িত্ব রয়েছে, তাই বরানগরের ভোটে তাপস রায় প্রভাব অব্যাহত থাকবে ৷ তাছাড়া 2016 সালের তুলনায় 2021 সালে বিজেপি বরানগরে প্রায় 22 শতাংশ ভোট বৃদ্ধি করে তৃতীয়স্থান থেকে দ্বিতীয়স্থানে উঠে আসে ৷ ফলে সেই ভোট ও তাপস-ফ্যাক্টরকে কাজে লাগিয়ে বরানগরে এবার পদ্ম-ফোটাতে বদ্ধপরিকর বিজেপি ৷
অন্যদিকে আগামী 7 মে তৃতীয় দফায় ভোটগ্রহণ করা হবে মুর্শিদাবাদ লোকসভা আসনে ৷ মুর্শিদাবাদ লোকসভার মধ্যে পড়ছে ভগবানগোলা বিধানসভা ৷ 2021 সালের বিধানসভা ভোটে ওই কেন্দ্র থেকে জিতেছিলেন তৃণমূলের ইদ্রিশ আলি ৷ সম্প্রতি তিনি প্রয়াত হন ৷ তাঁর প্রয়াণের জেরেই ওই আসনটি শূন্য হয় ৷ তাই সেখানে এবার উপ-নির্বাচন হচ্ছে ৷ যে ভোটে বিজেপি প্রার্থী করল ভাস্কর সরকারকে ৷
আরও পড়ুন:
- কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী হয়েই সুদীপের বিরুদ্ধে সুর চড়ালেন তাপস রায়
- 'রং খেলুন, রংবাজি করবেন না', দোলের প্রচারে তৃণমূলকে বার্তা প্রাক্তনী তাপসের
- 'অভিনয় করলে দাদা সাহেব ফালকে পেতেন সুদীপ', লোকসভার দলনেতাকে কটাক্ষ তাপসের