পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

আরজেডি-কংগ্রেসের সঙ্গে জেডিইউ-এর সম্পর্ক শেষের পথে, নীতীশ নিয়ে জল্পনা বাড়ালেন জিতিন রাম - বিহারের রাজনীতি

Nitish Kumar: বিহারের রাজনীতিতে এখন সব জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ তিনি কি আবার বিজেপির হাত ধরবেন, এই নিয়ে চর্চা চলছে সর্বত্র ৷ এই পরিস্থিতি হ্যাম পার্টির জিতিন রাম মাঞ্ঝির দাবি, নীতীশের সঙ্গে আরজেডি-কংগ্রেসের সম্পর্ক প্রায় শেষের পথে ৷

Nitish Kumar
Nitish Kumar

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 5:02 PM IST

পটনা, 26 জানুয়ারি: সব নজর এখন নীতীশ কুমারের দিকে ৷ জল্পনা সত্যি করে বিহারে কি তিনি মহাজোট ছেড়ে বেরিয়ে আসবেন ? আবার বিজেপির সঙ্গে হাত মেলাবেন ? নাকি আরজেডি-কংগ্রেসের সঙ্গে থেকে আসন্ন লোকসভা নির্বাচনে মোদি বিরোধিতার লাইনে অটল থাকবেন ?

বিহারের বিভিন্ন রাজনৈতিক সূত্র থেকে যা খবর সামনে আসছে, সেই অনুযায়ী আজ শুক্রবারই রাজ্যপালের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ সেখানে তিনি ইস্তফা দিয়ে এনডিএ-তে সামিল হবেন ৷ আর নতুন করে সরকার গঠনের দাবি জানাবেন ৷ তার পর আগামী রবিবার তিনি ফের জেডিইউ-বিজেপি জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৷

কিন্তু কোনও কিছুই এখনও নিশ্চিত নয় ৷ তার অন্যতম কারণ নীতীশের ‘দলবদলু’ ভাবমূর্তি ৷ যদিও এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ দাবি করেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতিন রাম মাঞ্ঝি ৷ তাঁর মতে, বিহারে আরজেডি-কংগ্রেসের সঙ্গে নীতীশের দলের জোট আর থাকবে না ৷

শুক্রবার তিনি বলেন, "বিহারের রাজনৈতিক পরিবেশ নিয়ে বেশি কিছু বলার নেই । আপনারা সবাই এটা দেখছেন । পরিবারতন্ত্রের রাজনীতি নিয়ে নীতীশ কুমারের বক্তব্য কংগ্রেস ও আরজেডি-র উদ্দেশ্যে ৷ এই পরিস্থিতিতে, আপনি কি মনে করেন তারা ঐক্যবদ্ধ থাকবে ? মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর বিহারে মহাজোট সরকার অক্ষত থাকবে না ৷"

উল্লেখ্য, আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব নীতীশ কুমারের সরকারে উপ-মুখ্যমন্ত্রী ৷ কংগ্রেসের মতো এই দলের বিরুদ্ধে তাই বারবার পরিবারতন্ত্রের অভিযোগ ওঠে ৷ আর সেই দিকেই ইঙ্গিত করেছেন হিন্দুস্তান আবাম পার্টি বা হ্যামের নেতা জিতিন রাম মাঞ্ঝি ৷ যদিও এর আগে জেডিইউ-এর নেতা কেসি ত্যাগী দাবি করেছিলেন যে পরিবারতন্ত্রের রাজনীতি নিয়ে নীতীশের বক্তব্য আরজেডি-র উদ্দেশ্যে নয় ৷

সম্প্রতি কেন্দ্রীয় সরকার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কর্পুরি ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা করেছে ৷ এই নিয়ে প্রকাশ্য সভা থেকে নীতীশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন ৷ তার পর থেকেই তাঁর সঙ্গে বিজেপির সখ্যতার জল্পনা ছড়াতে শুরু করে ৷ যদিও সেই জল্পনাও খারিজ করে দিয়েছিলেন জেডিইউ-এর রাজনৈতিক পরমার্শদাতা ও মুখপাত্র কেসি ত্যাগী ৷ তিনি জানিয়েছিলেন যে কর্পুরি ঠাকুরকে ভারতরত্ন দেওয়া নিয়ে নীতীশ কুমার প্রধানমন্ত্রীর প্রতি কৃতিজ্ঞতা জানালেনও কোনও প্রশংসা করেননি ৷

অন্যদিকে লালু প্রসাদ যাদবের কন্যা রোহিনী আচার্যর তরফে সোশাল মিডিয়ায় করা একটি পোস্ট নিয়ে বিতর্ক ছড়ায় ৷ সেখানে রোহিনী লেখেন, ‘‘যাঁরা মতাদর্শগতভাবে বিচ্যুত, তাঁরা নিজেদেরকে সমাজতন্ত্রের চ্যাম্পিয়ন বলে দাবি করেন ৷’’ নাম না করে এই পোস্টে তিনি নীতীশ কুমারকেই আক্রমণ করেন বলে অভিযোগ ওঠে ৷ পরে অবশ্য তিনি সেই পোস্ট ডিলিট করে দেন ৷ তবে আরজেডি-র তরফে দাবি করা হয় যে ওই পোস্টের মাধ্যমে আসলে প্রধানমন্ত্রী মোদিকেই নিশানা করতে চেয়েছেন লালু-কন্যা ৷

সূত্রের খবর, পোস্ট মুছে গেলেও এই নিয়ে আরজেডি-র প্রতি নীতীশের ক্ষোভ মোছা সম্ভব হয়নি ৷ ফলে তিনি বিজেপির দিকে আরও এগিয়ে যান ৷ রবিবারের মধ্যেই স্পষ্ট হবে যে তিনি কতটা এগিয়েছেন বিজেপির হাত ধরার জন্য ৷ জল্পনা সত্যি হলে বিজেপির সুশীল কুমার মোদিকে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে পাশে নিয়ে এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার ৷

অন্য একটি সূত্রের দাবি, এই পরিস্থিতিতে হাতে হাত দিয়ে বসে নিয়ে আরজেডি-ও ৷ তারা জিতিন রাম মাঞ্ঝিকে নিজেদের দিকে টানতে মরিয়া ৷ তেমন কোনও সম্ভাবনা যাতে তৈরি না হয়, তার জন্য মাঞ্ঝির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বিজেপিও ৷ তাই শেষ পর্যন্ত কী হয়, এখন সেটাই দেখার !

আরও পড়ুন:

  1. ফের ভোলবদল ! নীতীশের এনডিএ'তে ফেরার জল্পনায় ভাঙনের গুঞ্জন 'ইন্ডিয়া' জোটে
  2. 'চার রাজ্যের ভোটের ফল জাতীয় রাজনীতির জন্য ইতিবাচক', তাৎপর্যপূর্ণ মন্তব্য নীতীশের মন্ত্রীর
  3. 'জিতনরামকে মুখ্যমন্ত্রী করা মুর্খামি ছিল '; বিস্ফোরক নীতীশ! চুপ থাকলেন না মাঝি

ABOUT THE AUTHOR

...view details