কলকাতা, 29 মার্চ: বাংলার নবজাগরণের একাধিক পুরোধা রয়েছেন । যাঁদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানানন্দের মতো একাধিক ব্যক্তিত্বের উত্তর কলকতার সঙ্গে যোগসূত্র রয়েছে । এ বার সেই কলকাতা উত্তর থেকে লোকসভা আসনের প্রার্থী হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য । ইটিভি ভারতে একান্ত সাক্ষাৎকারে তাঁর পরিকল্পনার কথা জানালেন কংগ্রেস প্রার্থী ।
সংসদের সঙ্গে তাঁর যোগসূত্র নতুন নয় ৷ এর আগে দুই দফায় রাজ্যসভার সাংসদ ছিলেন ৷ এবার লোকসভা ভোটে কলকাতা উত্তর আসন থেকে তাঁকেই প্রার্থী করেছে হাত শিবির ৷ প্রদীপ ভট্টাচার্য বলেন, "সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক স্তর তৈরি হয়েছে । তাঁরা সুখে আছেন, নাকি সমস্যায় আছেন, সে বিষয়ে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে । দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে পড়শির সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন নষ্ট হয়েছে । ফলে, এমন অবস্থায় ভোটে কী করণীয়, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সাধারণ মানুষ । তাই, এবারের ভোট অন্যরকম ।" যদিও তাঁকে বৃদ্ধ বয়সে প্রার্থী করায় কংগ্রেসের অন্দরেই সমালোচনা শুরু হয়েছে । তবে, প্রার্থী হওয়ার বিষয়ে বরিষ্ঠ এই কংগ্রেস নেতা বলেন, "দলের যেমন সিদ্ধান্ত, তেমন নিজেরও এক প্রকার ইচ্ছে ছিল বলা যায় ।"
কলকাতা উত্তরে তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপি প্রার্থী করেছে তাপস রায়কে । এঁরা দু'জনেই একসময়ে প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে পুরোদস্তুর কংগ্রেস করেছেন । সে বিষয়ে প্রদীপ ভট্টাচার্য বলেন, "কংগ্রেসের নিজস্ব ধারা বহমান । কে এল, কে গেল সেটা বড় ব্যাপার নয় । কংগ্রেস তার নিজস্ব ধারায় প্রবাহমান ।"
ইটিভি ভারতের মুখোমুখি হয়ে প্রদীপ ভট্টাচার্য আর কী কী বলেছেন, দেখে নেব ৷
ইটিভি ভারত:প্রাক্তন সহকর্মী বর্তমানের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কলকাতা উত্তরে আপনার অবস্থান কী ?