পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

50 বছরের বেশি কংগ্রেসে আছি, প্রার্থী হওয়ারও ইচ্ছে ছিল: প্রদীপ ভট্টাচার্য - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Cong candidate Pradeep Bhattacharya: রবীন্দ্রনাথ-বিবেকানন্দের যোগ রয়েছে উত্তর কলকাতায় ৷ আর সেখানে প্রার্থী হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভাটাচৰ্য ৷ প্রতিপক্ষ দুই দলের প্রার্থীকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 2:13 PM IST

মুখোমুখি প্রদীপ ভট্টাচার্য

কলকাতা, 29 মার্চ: বাংলার নবজাগরণের একাধিক পুরোধা রয়েছেন । যাঁদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানানন্দের মতো একাধিক ব্যক্তিত্বের উত্তর কলকতার সঙ্গে যোগসূত্র রয়েছে । এ বার সেই কলকাতা উত্তর থেকে লোকসভা আসনের প্রার্থী হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য । ইটিভি ভারতে একান্ত সাক্ষাৎকারে তাঁর পরিকল্পনার কথা জানালেন কংগ্রেস প্রার্থী ।

সংসদের সঙ্গে তাঁর যোগসূত্র নতুন নয় ৷ এর আগে দুই দফায় রাজ্যসভার সাংসদ ছিলেন ৷ এবার লোকসভা ভোটে কলকাতা উত্তর আসন থেকে তাঁকেই প্রার্থী করেছে হাত শিবির ৷ প্রদীপ ভট্টাচার্য বলেন, "সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক স্তর তৈরি হয়েছে । তাঁরা সুখে আছেন, নাকি সমস্যায় আছেন, সে বিষয়ে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে । দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে পড়শির সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন নষ্ট হয়েছে । ফলে, এমন অবস্থায় ভোটে কী করণীয়, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সাধারণ মানুষ । তাই, এবারের ভোট অন্যরকম ।" যদিও তাঁকে বৃদ্ধ বয়সে প্রার্থী করায় কংগ্রেসের অন্দরেই সমালোচনা শুরু হয়েছে । তবে, প্রার্থী হওয়ার বিষয়ে বরিষ্ঠ এই কংগ্রেস নেতা বলেন, "দলের যেমন সিদ্ধান্ত, তেমন নিজেরও এক প্রকার ইচ্ছে ছিল বলা যায় ।"

কলকাতা উত্তরে তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপি প্রার্থী করেছে তাপস রায়কে । এঁরা দু'জনেই একসময়ে প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে পুরোদস্তুর কংগ্রেস করেছেন । সে বিষয়ে প্রদীপ ভট্টাচার্য বলেন, "কংগ্রেসের নিজস্ব ধারা বহমান । কে এল, কে গেল সেটা বড় ব্যাপার নয় । কংগ্রেস তার নিজস্ব ধারায় প্রবাহমান ।"

ইটিভি ভারতের মুখোমুখি হয়ে প্রদীপ ভট্টাচার্য আর কী কী বলেছেন, দেখে নেব ৷

ইটিভি ভারত:প্রাক্তন সহকর্মী বর্তমানের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কলকাতা উত্তরে আপনার অবস্থান কী ?

প্রদীপ ভট্টাচার্য:এখনও পরিস্থিতি নির্ণয় করার সময় আসেনি । দু'মাস সময় আছে । এই মুহূর্তে সকলেই জল মাপছে । ফলে, আমার পক্ষে এখন একেবারেই বলা অসম্ভব যে, এ ভালো করছে, ও ভালো করছে । তবে, তাঁরা কংগ্রেস ঘরানা ত্যাগ করেছেন । আমি 50 বছরেরও বেশি সময় ধরে কংগ্রেসে আছি । এটা নিয়েই আমি মানুষের কাছে যাব ।

ইটিভি:আপনার কী কোনও সমস্যা হবে ?
প্রদীপ ভট্টাচার্য: না। ব্যাপারটা সেরকম নয়। আমার বয়স তো হয়েছেই। সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই।

ইটিভি:এই বয়সে রোদ-গরমে প্রচার করবেন কীভাবে ?

প্রদীপ ভাটাচৰ্য:প্রার্থী যখন হয়েছি, প্রচার ঠিক করবই । চিন্তার কোনও কারণ নেই।

আরও পড়ুন

  1. 'আমি শো-কজ পেলে হিরণ পাগলু ডান্স করত', একদা সতীর্থকে নিয়ে ক্ষুব্ধ দেব
  2. ঘাটাল মাস্টার প্ল্যান থেকে উন্নয়ন, আসতকাচের তলায় সাংসদ দেব

ABOUT THE AUTHOR

...view details