কলকাতা, 8 এপ্রিল: এবার রাজভবনের দ্বারস্থ তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের 12 সদস্যের এক প্রতিনিধি দল সোমবার রাতেই রাজভবনে যায়। সেখানে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সরাসরি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপি নয় এদিন সরাসরি কমিশন এবং জাতীয় নির্বাচন কমিশনারকে আক্রমণ করে অভিষেক বলেন, "মেরুদণ্ড বিক্রি করে বশ্যতা স্বীকার করেছে কমিশন ৷ দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে ৷ তার মূল কারিগর নির্বাচন কমিশন ৷"
এদিন প্রতিনিধি দলে অভিষেক ছাড়াও ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শশী পাঁজা, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং অসীমা পাত্র। দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে ডেপুটেশন দিতে গিয়ে 24 ঘণ্টার শান্তিপূর্ণ ধরনা কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর তা শেষ পর্যন্ত ধুন্ধুমার পরিস্থিতিতে পৌঁছয় ৷ শান্তিপূর্ণ ধরণা থেকেই তৃণমূলের সাংসদ-সহ প্রতিনিধি দলকে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। এবার সেই বিষয় নিয়ে রাজভবনের দ্বারস্থ হল রাজ্যের শাসক দল ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রতিনিধি দল রাজ্যপালের কাছে সময় চায়। এরপর রাত 9টার কিছু আগে রাজভবনে পৌঁছয় প্রতিনিধি দল।
সাক্ষাৎ শেষে অভিষেক বলেন, "মহিলা সাংসদদের পুলিশ যেভাবে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে গিয়েছে তার দায় নির্বাচন কমিশনেরই ৷ দোলা সেনের পায়ে অপারেশন হয়েছে দু'সপ্তাহ আগ ৷ তাঁকে টানতে টানতে চ্যাংদোলা করে নিয়ে গিয়েছে ৷ প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের ঘর ভেঙে গিয়েছে তাদের জন্য কাজ করতে দেওয়ার অনুমতি দিক কমিশন ৷ কেন্দ্রের থেকে টাকা চাইছি না ৷ আমরাই কাজ করব তাই অনুমতি নিতে গিয়েছিল তৃণমূলের নেতারা ৷ আট দিন হয়ে গিয়েছে এখনও কমিশন অনুমতি দেয়নি ৷"