নয়াদিল্লি, 27 মার্চ: দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল বুধবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন ৷ তাঁর অভিযোগ, তাঁর স্বামী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মিথ্যা অভিযোগে জড়িয়েছে ৷ আগামী 28 মার্চ যখন কেজরিওয়ালকে আদালতে পেশ করা হবে, সেই সময়, তিনি এই বিষয়ে সব নিজের বক্তব্য তুলে ধরবেন বলে জানিয়েছেন সুনীতা কেজরিওয়াল ৷ তিনি বলেন, "অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে তিনি 28 মার্চ আদালতে সবকিছু প্রকাশ করবেন । তিনি আবগারি কেলেঙ্কারির অর্থ কোথায় আছে, তা তিনি প্রমাণ-সহ প্রকাশ করবেন ৷"
এ দিন একটি প্রেস ব্রিফিংয়ের সময় তিনি এই অভিযোগ করেন ৷ তাঁর আরও দাবি ইডি গত দুই বছর ধরে আবগারি কেলেঙ্কারিতে অভিযান চালাচ্ছে ৷ কিন্তু এখনও কিছুই খুঁজে পায়নি । তিনি বলেন, "এই তথাকথিত আবগারি কেলেঙ্কারিতে ইডি গত দুই বছর ধরে অভিযান চালাচ্ছে । তারা মণীশ সিসোদিয়ার বাড়িতে অভিযান চালিয়েছে ৷ সঞ্জয় সিং ও সত্যেন্দ্র জৈনের বাড়িতেও অভিযান চালানো হয়েছে । সম্প্রতি, ইডি আমাদের বাসভবনে তল্লাশি চালায় এবং পাওয়া যায় মাত্র 73 হাজার টাকা ।"