পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

খুনের 'হুমকি' ফোন ! অভিযুক্তের ছবি-তথ্য প্রকাশ্যে আনলেন অর্জুন, নিশানা মমতাকে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Arjun slams Mamata: খুনের 'হুমকি' ফোন পেয়ে নিজেই খোঁজখবর চালিয়ে অভিযুক্তের ছবি ও তথ্য প্রকাশ্যে আনলেন অর্জুন সিং ৷ তাঁর দাবি, নিকেতন বর্মা ওরফে ছোটু নামে এক যুবক এই কাজ করেছে ৷ এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী ৷

ETV BHARAT
অভিযুক্তের ছবি-তথ্য প্রকাশ্যে আনলেন অর্জুন (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 12:43 PM IST

Updated : May 24, 2024, 4:01 PM IST

ব‍্যারাকপুর, 24 মে: ভোট মিটলেও ব‍্যারাকপুর যেন 'কুরুক্ষেত্র'-ই হয়ে রয়েছে ! পার্থ-অর্জুনকে ঘিরে তৃণমূল ও বিজেপির অভ‍্যন্তরে কাদা ছোড়াছুড়ি চলছিলই । তারই মধ্যে এ বার 'হুমকি' ফোন পেলেন ব‍্যারাকপুরের 'বাহুবলী' নেতা তথা পদ্ম প্রার্থী অর্জুন সিং । তাঁকে ফোন করে খুনের 'হুমকি' দেওয়া হয়েছে বলে অভিযোগ । যা ঘিরে সরগরম হয়ে উঠেছে ব‍্যারাকপুরের রাজনীতি । ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি করেছেন অর্জুন । এমনকি, এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন তিনি । যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে এই বিষয়ে পালটা অর্জুনকেই কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ‍্যাম । তিনি বলেন, খুনির পরিবার অর্জুনের ।

খুনের 'হুমকি' ফোন পেয়ে অভিযুক্তের ছবি-তথ্য প্রকাশ্যে আনলেন অর্জুন (ইটিভি ভারত)

শুক্রবার অর্জুন সিং জানিয়েছেন, "বৃহস্পতিবার সন্ধ্যার দিকে অচেনা একটি ফোন নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন আসে । ফোনের অপর প্রান্ত থেকে এক যুবক হুমকি দিয়ে বলতে থাকে, আজ থেকে 29 মে-র মধ্যে অর্জুন সিং তুমি নিজেকে বাঁচাতে পারলে বাঁচিয়ে নাও ! যত চেষ্টা করো, তুমি নিজেকে বাঁচাতে পারবে না । তোকে প্রকাশ‍্যে গুলি করে খুন করা হবে । ফোনের রেকর্ডিং তুই যাকে পারিস শুনিয়ে নে । খুনের পর আর কারওকে শোনাতে পারবি না ।"

আরও পড়ুন:

এরপরই বিষয়টি অর্জুন সিং তাঁর এক্স হ‍্যান্ডেলে তুলে ধরেন । সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট‍্যাগ করে তিনি লিখেছেন, "এই পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা অবস্থা ! না আছে শাসন । না আছে আইন ।" এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকেই নিশানা করেছেন ব‍্যারাকপুরের পদ্ম প্রার্থী ৷

তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুই করতে পারেন । আবার করাতেও পারেন । মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পার্থ ভৌমিকের এত ক্ষমতা নেই । পার্থ একজন চুনোপুঁটি । তৃণমূলের উপর তলা থেকে নিশ্চয় নির্দেশ এসেছে । তা না হলে এমন 'হুমকি' ফোন আসবে কেন ? সমস্ত কিছু পুলিশকে জানিয়েছি । পুলিশ কোনও ব্যবস্থা নেবে কিনা সেটা ওদের ব‍্যাপার । আমি বলতে পারব না ।"

আরও পড়ুন:

এরপরই অভিযুক্ত যুবকের ছবি প্রকাশ্যে এনে অর্জুন সিং দাবি করেন,"মাদক কারবারি কালাবাবুর সঙ্গী এই ছেলেটি । তাঁর নাম নিকেতন বর্মা ওরফে ছোটু । বাড়ি জগদ্দলের মোমিনপাড়া এলাকায় । পুলিশ ছেলেটির বিষয়ে কোনও খবরাখবর দিতে পারেনি । এই তথ্য আমি আমার মতো করে বের করেছি । তবে, এটুকু বলব, আমাকে এত সহজে 'খুন' করা সম্ভব নয় । যতই ওরা চেষ্টা করুক না কেন ! যতক্ষণ না-ওপরওয়ালা আমাকে মারছে ।"

নির্বাচনের আরও খবর পড়তে...

এই ঘটনায় ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং । সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ ।

আরও পড়ুন:

Last Updated : May 24, 2024, 4:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details