পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

অনুপ্রবেশকারীরাই মমতার ভোটব্যাংক, সিএএ নিয়ে ফের তোপ অমিত শাহের - Amit Shah - AMIT SHAH

Amit Shah: প্রথমবার বাংলায় নির্বাচনী প্রচারে অমিত শাহ ৷ বুধবার তিনি সভা করেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ৷ সেই সভা থেকে একাধিক ইস্যুতে তিনি তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷

Amit Shah
Amit Shah

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 1:57 PM IST

Updated : Apr 10, 2024, 2:23 PM IST

বালুরঘাট, 10 এপ্রিল:কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ লাগু হওয়ার পর প্রথমবার বাংলায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এসেই তিনি সিএএ ইস্যুতে সরাসরি তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ৷ কেন মমতা সিএএ-র বিরুদ্ধে সরব, সেই ব্যাখ্য়াও দিলেন তিনি ৷ বললেন, ‘‘অনুপ্রবেশকারীরাই মমতার ভোটব্যাংক ৷’’

বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নির্বাচনী জনসভা করেন অমিত শাহ ৷ বালুরঘাটের সাংসদ তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ওই কেন্দ্রের প্রার্থী ৷ তাঁর সমর্থনে সভা দিয়েই বাংলায় এ দিন নির্বাচনী প্রচার শুরু করলেন অমিত শাহ ৷ সেখানে সিএএ নিয়ে সরাসরি সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ৷ তবে সিএএ প্রসঙ্গে নিজের বক্তব্য জানানোর আগেই অনুপ্রবেশের বিষয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

তিনি বলেন, ‘‘অনুপ্রবেশকারীরাই মমতার ভোটব্যাংক ৷ তাই মমতা অনুপ্রবেশ বন্ধ করবেন না ৷ অনুপ্রবেশ একমাত্র মোদিজি বন্ধ করতে পারেন ৷’’ কেন বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুপ্রবেশ বন্ধ করতে পারেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন অমিত শাহ ৷ উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেছেন অসমের কথা ৷ তাঁর দাবি, ওই রাজ্যে বিজেপির সরকার তৈরি হওয়ার পর থেকে অনুপ্রবেশ একেবারেই বন্ধ হয়ে গিয়েছে ৷

শাহের বক্তব্য, তাই বাংলাতেও অনুপ্রবেশ বন্ধ করার জন্য বিজেপির সরকার প্রয়োজন ৷ পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে 30-এর বেশি আসনে জয়ী করতে হবে ৷ তিনি বলেন, ‘‘তিরিশের বেশি আসন দিন ৷ বাংলায় বিজেপির সরকার করে দিন ৷ একটা পাখিও প্রবেশ করতে পারবে না ৷’’

এর পর রামমন্দির, সংবিধানের ধারা 370 এর অবলুপ্তি-সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে সরব হওয়ার পর সিএএ প্রসঙ্গ তোলেন অমিত শাহ ৷ তাঁর দাবি, সিএএ নিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সিএএ অনুযায়ী আবেদন করলে নাগরিকত্ব চলে যাবে বলে মমতা যে দাবি করছেন, তাও খারিজ করে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ বলেন, ‘‘নির্ভয়ে আবেদন করুন ৷ কারও বিরুদ্ধে কোনও মামলা হবে না ৷’’

এর পর সিএএ নিয়ে আরও একবার তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ৷ তাঁর হুঁশিয়ারি, বাংলায় কোনোভাবেই সিএএ বলবৎ হওয়া আটকাতে পারবেন না মমতা ৷ তিনি প্রশ্ন তোলেন, প্রতিবেশী দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া নিয়ে মমতার এত সসম্যা কেন ? পাশাপাশি অভিযোগ করেন যে বাংলায় তৃণমূল রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে ৷

আরও পড়ুন:

  1. সুকান্তর সভা থেকে আসানসোলে বিজেপি প্রার্থী আলুওয়ালিয়া, জানালেন শাহ - Lok Sabha Election 2024
  2. তাপস-শীলভদ্রর প্রচারে একইদিনে শহরে মোদি-শাহ, কবে ? - Modi Shah Meeting in Kolkata
Last Updated : Apr 10, 2024, 2:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details