বনগাঁ, 14 মে: পশ্চিমবঙ্গে এবার তিরিশেরও বেশি লোকসভা আসনে জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি ৷ সেই কারণে দলের নেতাদের ভাষণে, বিশেষ করে অমিত শাহের বক্তব্য়ে বারবার ফিরে আসছে তিরিশ সংখ্যাটি ৷ এই সংখ্যা বা তার বেশি আসন জিতলে বিজেপি কী করতে চায়, সেই প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি ৷ মঙ্গলবার যেমন উত্তর 24 পরগনার বনগাঁয় দাঁড়িয়ে তিনি জানালেন, বাংলায় 30 আসনের বেশি জিতলে শান্তনু ঠাকুর বাড়ি বাড়ি গিয়ে সিএএ-তে গিয়ে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করবেন ৷
এ দিন বনগাঁয় বিজেপির নির্বাচনী জনসভায় অংশ নেন অমিত শাহ ৷ ওই আসনে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর ৷ তাঁর সমর্থনেই সভা করতে এসেছিলেন অমিত শাহ ৷ শান্তনু নিজে মতুয়াদের ধর্মগুরু ৷ তাছাড়া বনগাঁয় মতুয়া ভোট বড় ফ্যাক্টর ৷ আর এই মতুয়াদের একটা বড় অংশের জন্য় সিএএ চালু করা হয়েছে বলে বারবার বিজেপির তরফে দাবি করা হয় ৷ সেই কারণে এ দিন অমিত শাহের ভাষণে বারবার সিএএ-র প্রসঙ্গ ফিরে এসেছে ৷
যদিও বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বারবার জানাচ্ছেন যে সিএএ-তে নাগরিকত্বের আবেদন করলে নাগরিকত্ব পাওয়ার বদলে চলে যাবে ৷ কিন্তু এ দিন অমিত শাহ দাবি করেন যে, সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখাচ্ছে ৷ কারও কোনও সমস্যা হবে না এই আইনের মাধ্যমে ৷ পাশাপাশি তিনি মনে করিয়ে দেন যে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি কেন্দ্রের অধীনে৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় চাইলেও এই আইন আটকাতে পারবেন না ৷ সেই কারণে অমিত শাহর পরামর্শ, সিএএ-র অধীনে নাগরিকত্ব নিয়ে আবেদনের ক্ষেত্রে কারও কোনও সমস্যা হলে, তাঁরা যেন শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করেন ৷ শান্তনুই সব সমস্যার সমাধান করে দেবেন ৷