পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

লালুকে পালটা জবাব দিতে সোশাল মিডিয়ায় নামের পাশে ‘মোদি কা পরিবার’ জুড়লেন শাহ-নাড্ডারা - PM Narendra Modi

BJPs Modi Ka Parivaar Campaign: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনও পরিবার নেই বলে রবিবার কটাক্ষ করেছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব ৷ সোমবার এই নিয়ে পালটা প্রচারে নামল বিজেপি ৷ কেন্দ্রীয় মন্ত্রী থেকে নেতারা সকলে নিজেদের নামের পাশে জুড়লেন, ‘মোদি কা পরিবার’ কথাটি ৷

BJPs Modi Ka Parivaar Campaign
BJPs Modi Ka Parivaar Campaign

By ANI

Published : Mar 4, 2024, 5:20 PM IST

নয়াদিল্লি, 4 মার্চ: বিজেপির সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবারের অংশ, আরজেডি-র লালু প্রসাদ যাদবকে জবাব দেওয়ার জন্য এখন এটাই হাতিয়ার কেন্দ্রীয় মন্ত্রী থেকে গেরুয়া শিবিরের নেতাদের ৷ তাই সোমবার সোশাল মিডিয়ায় বিজেপির সবস্তরের নেতারা নিজেদের নামের পাশে লিখছেন, ‘মোদি কা পরিবার’ ৷

সেই তালিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ আরও অনেকে রয়েছেন ৷ বাংলাতেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অনেকে সোশাল মিডিয়ায় নিজের নামের পাশে ‘মোদি কা পরিবার’ কথাটি জুড়েছেন ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

উল্লেখ্য, রবিবার আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব পটনায় জন বিশ্বাস মহা ব়্যালিতে অংশ নেন ৷ সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন৷ লালু বলেন, "আজকাল তিনি পরিবারতন্ত্রের রাজনীতির কথা বলছেন । আপনার (প্রধানমন্ত্রী মোদি) কোনও পরিবার নেই । আপনি এমনকি একজন হিন্দুও নন । যখন আপনার মা মারা যান, ঐতিহ্য অনুযায়ী প্রত্যেক হিন্দু তাঁর দাড়ি ও মাথা কামিয়ে নেন । আপনি এটা কেন করলেন না ? আপনি শুধু সমাজে ঘৃণা ছড়ান ৷’’

এরই পালটা বিজেপি নেতারা সোশাল মিডিয়ায় নিজেদের নামের সঙ্গে ‘মোদি কা পরিবার’ কথাটি জুড়ছেন ৷ পাশাপাশি এটাকে হ্যাশট্যাগের সঙ্গে পোস্টও করছেন ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় বিজেপি নেতা মাজিন্দর সিং সিরসা লেখেন, ‘‘ইন্ডি জোটের সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবারকে অপমান করতে পারবে না । 140 কোটি ভারতীয় তাঁর পরিবার । আমরা সবাই মোদি কা পরিবার ৷’’ বিজেপির শেহজাদ পুনাওয়ালা-সহ আরও অনেক নেতাও এই নিয়ে লালু প্রসাদ যাদবের সমালোচনাও করেন ৷

বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা

তবে এ দিন তেলেঙ্গানার আদিলাবাদের একটি সভা থেকে লালু প্রসাদ যাদবের আক্রমণের জবাব দেন স্বয়ং প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "ইন্ডি জোটের নেতারা, দুর্নীতি, স্বজনপোষণ এবং তোষণে ডুবে আছেন ৷ তাই নার্ভাস হয়ে পড়ছেন । আমি যখন তাদের 'পরিবারতন্ত্র' নিয়ে প্রশ্ন করছি, তখন তাঁরা বলতে শুরু করেছেন যে মোদির কোনও পরিবার নেই ৷

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

এর পর প্রধানমন্ত্রী মোদির সংযোজন, "আমার জীবন একটি খোলা বই, দেশের 140 কোটি মানুষ আমার পরিবার । আজ দেশের কোটি কোটি মেয়ে, মা ও বোন মোদির পরিবার । দেশের প্রতিটি গরিব মানুষ আমার পরিবার । যাঁদের কেউ নেই, তাঁরাও মোদির এবং মোদি তাঁদেরই । তাঁরা বলেন আমি মোদি পরিবার ৷’’

আরও পড়ুন:

  1. মোদিকে অবমাননাকর মন্তব্যের অভিযোগে লালুপ্রসাদের বিরুদ্ধে এফআইআর
  2. আগামী 5 বছর কোন পথে দেশের উন্নতি? ভোটের আগেই বৈঠক সেরে রাখল কেন্দ্রীয় মন্ত্রিসভা
  3. 'দেশ গঠনে দান করুন', দলকে 2000 টাকা দিয়ে নাগরিকদের কাছে আর্জি মোদির

ABOUT THE AUTHOR

...view details