পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

ফের বঙ্গ সফরে অমিত শাহ, সভা করতে পারেন শুভেন্দুর জেলায় - Amit Shah

Amit Shah: গত মাসে অমিত শাহ ও জেপি নাড্ডা বাংলায় এসে এই রাজ্য়ে বিজেপির সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখে গিয়েছিলেন ৷ ফের তিনি বঙ্গ সফরে আসছেন ৷ এবার সাংগঠনিক বৈঠক করার পাশাপাশি জনসভাও করবেন বলে সূত্রের খবর ৷ ওই জনসভা হতে পারে শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের মেচেদায় ৷

Amit Shah
Amit Shah

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 4:11 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: চলতি মাসেই আবারও রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই রাজ্যে এসে সভা করতে পারেন তিনি । বিজেপি সূত্র থেকে এই খবর পাওয়া গিয়েছে ৷

বিজেপির ওই সূত্র জানিয়েছে যে আগামী 28 জানুয়ারি (আগামী রবিবার) রাজ্যে আসছেন অমিত শাহ । আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই এই শাহী কর্মসূচি । রাজ্যে এসে সভা করারও কথা রয়েছে তাঁর । 28 তারিখ রাজ্যে এসে নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে রাত্রিবাস করবেন তিনি । ওই হোটেলই তিনি বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক দফা বৈঠক সারতে পারেন ।

রাজ্য বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে যে পরদিন 29 জানুয়ারি তিনি পূর্ব মেদিনীপুরের মেচেদায় সভা করবেন । এরপর আবার কলকাতায় হোটেলে ফিরবেন । তার পর সায়েন্স সিটিতে বিজেপির এক সম্মেলনে উপস্থিত থাকার কথা আছে তাঁর । নেতা থেকে শুরু করে সমস্ত মোর্চা ও বাকি কর্মীদের নিয়ে এই সম্মেলন হবে । সায়েন্স সিটির সম্মেলনের পরে আবারও হোটেলে ফিরে সেদিন রাজ্যের ইলেকশন ম্যানেজমেন্ট টিমের সঙ্গে বৈঠক করবেন তিনি । প্রতিটি জেলা ও লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট খতিয়ে দেখবেন শাহ ।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ঘোষণা হতে আর বেশি বাকি নেই ৷ তার আগে বাংলায় সংগঠন গুছিয়ে নিতে তৎপর গেরুয়া শিবির ৷ তাই বারবার বঙ্গ সফরে আসছেন বিজেপির হেভিওয়েট নেতারা ৷ বিশেষ করে গত বছর বীরভূমের একটি জনসভা থেকে অমিত শাহই লোকসভায় 35 আসন জেতার টার্গেট বঙ্গ বিজেপিকে দিয়েছিলেন ৷ সেই লক্ষ্যপূরণের দ্বায়িত্ব যে অনেকটা নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি, সেটা স্পষ্ট তাঁর এই বারবার বঙ্গ সফরে ৷

এর আগে গত মাসেও অমিত শাহ এসেছিলেন ৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ ওই সফরে কোনও জনসভা করেননি শাহ-নাড্ডা ৷ তবে দফায় দফায় সাংগঠনিক বৈঠক করেন তাঁরা ৷ বিজেপি সূত্রে খবর, সেই বৈঠকের পর অগ্রগতি কী হল সেটা যেমন জানতে চাইতে পারেন অমিত শাহ ৷ পাশাপাশি রামমন্দির নিয়ে যে আবেগ তৈরি হয়েছে, বাংলার ভোটে সেটাকে কিভাবে কার্যকর করা যায়, সেই নিয়েও আলোচনা হতে পারে ৷

তবে এবার যেহেতু অমিত শাহ সভা করবেন, তাই সেই সভা থেকে তিনি কী বার্তা দেন, সেদিকেও তাকিয়ে গেরুয়া শিবির ৷

আরও পড়ুন:

  1. মোদির পথে শাহ! 24-র ভোটে আইটি সেলকেই হাতিয়ার করার নির্দেশ, বঙ্গ-বিজেপিকে বোঝালেন সোশাল মিডিয়ার গুরুত্ব
  2. নাড্ডাকে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো অমিত শাহের
  3. পুজো-প্রার্থনায় কলকাতার দুই লোকসভা আসনে শাহী-জনসংযোগ, সঙ্গী জেপি নাড্ডা

ABOUT THE AUTHOR

...view details