রায়গঞ্জ, 23 এপ্রিল: বছরখানেক আগে বীরভূমের সিউড়িতে জনসভা করতে এসে অমিত শাহ বাংলায় 35 আসন জয়ের টার্গেট বেঁধে দিয়েছিলেন বিজেপির রাজ্য নেতাদের জন্য ৷ বছর ঘুরতেই লোকসভা নির্বাচনের প্রচারে এসে রায়গঞ্জে অমিত শাহ জানালেন বিজেপি এবার রাজ্যে 30 থেকে 35টি আসন জিততে চলেছে ৷ এই নিয়ে তিনি হুঁশিয়ারি দেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘দিদি কান খুলে শুনে রাখুন বাংলার জনতা সজাগ হয়ে গিয়েছেন ৷’’ তবে শুধু হুঁশিয়ারি দিয়েই তিনি থেমে যাননি ৷ বরং মমতাকে বিঁধতে উসকে দিয়েছেন রায়গঞ্জবাসীর এইমস নিয়ে বঞ্চনার অভিযোগের বিষয়টি ৷ জানিয়েছেন, 30 আসনে বিজেপিকে বাংলা থেকে জেতানো হলে উত্তরবঙ্গে এইমস তৈরি করবে কেন্দ্রীয় সরকার ৷
আগামী শুক্রবার (26 এপ্রিল) লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ করা হবে ৷ দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের তিন আসনে ভোট নেওয়া হবে ৷ ওই তিন আসনের মধ্যে একটি রায়গঞ্জ ৷ সেখানে 2019 সালে প্রথমবার জিতেছিল বিজেপি ৷ সাংসদ হয়েছিলেন দেবশ্রী চৌধুরী ৷ তবে এবার সেখানে কার্তিকচন্দ্র পালকে প্রার্থী করেছে গেরুয়া শিবির ৷ মঙ্গলবার তাঁর সমর্থনে রায়গঞ্জে নির্বাচনী জনসভা করেন বিজেপির প্রাক্তন জাতীয় সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
সেই সভার মঞ্চ থেকে একাধিক ইস্যুতে তিনি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ৷ অমিত শাহ বলেন, ‘‘আমরা বাংলা 35 আসনের লক্ষ্য নিয়েছি ৷ দিদি (মমতা) আমার কথা কান খুলে শুনে নিন ৷ বাংলার জনতা এখন সজাগ হয়ে গিয়েছে ৷ বাংলায় বিজেপি 30 থেকে 35 আসনের মধ্যে পদ্ম ফোটাতে চলেছে ৷’’
এ দিন রায়গঞ্জের নির্বাচনী সভায় মিনিট কুড়ি ভাষণ দেন অমিত শাহ ৷ একেবারে শেষের দিকে আসন জয়ের সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এইমসের প্রসঙ্গ তোলেন ৷ তিনি বলেন, ‘‘এখানে রায়গঞ্জের জন্য এইমস করার পরিকল্পনা নেওয়া হয়েছিল ৷ মমতা দিদি আটকে দিলেন ৷ বিজেপি তৈরি করতে চেয়েছিল ৷ উনি কলকাতায় নিয়ে গেলেন ৷ পুরো উত্তরবঙ্গে এইমস নেই ৷ মোদির গ্যারান্টি 30 আসনে জিতিয়ে দিন উত্তরবঙ্গের জন্য় আলাদা এইমস তৈরি করে দেওয়া হবে ৷’’