বিকল্প প্রার্থী ছাড়াই বীরভূমে প্রচারে বিজেপি সিউড়ি, 26 এপ্রিল:দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হওয়ার পর বীরভূম লোকসভা কেন্দ্রে বিকল্প প্রার্থীকে না-নিয়েই প্রচার মিছিল করলেন বিজেপি নেতৃত্ব । মনোনয়ন বাতিল হওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপির দেবাশিস ধর ৷ সেই কারণে বিকল্প প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে নিয়ে প্রচার স্থগিত রেখেছে বিজেপি ৷
শুক্রবার সিউড়িতে প্রার্থীকে ছাড়াই নির্বাচনী প্রচার করেন বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূমের সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা । বীরভূম লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিস ধর । 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচিতে গুলি চালান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় চার জনের ৷ সেই সময় কোচবিহার জেলার পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর । অভিযোগ, সেই ঘটনায় নির্বাচন কমিশনকে তাঁর দেওয়া রিপোর্টে অখুশি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই তাঁকে সাসপেন্ড হতে হয় ৷ এমনকি, 2022 সালে দেবাশিস ধরের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগও ওঠে । যার তদন্ত করছে সিআইডি ৷
23 এপ্রিল বীরভূম লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে মনোনয়ন পত্র দাখিল করেন দেবাশিস ধর । এ দিন মনোনয়নের স্ক্রুটিনি ছিল । তাতে দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করে দেয় নির্বাচন কমিশন ৷ আয় বহির্ভূত মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না-পাওয়ায় তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায় বলে জানা গিয়েছে । যদিও, এই আশঙ্কা থেকে আগেই, অর্থাৎ 25 এপ্রিল বিজেপির প্রতীকে মনোনয়ন পত্র দাখিল করেন দেবতনু ভট্টাচার্য ।
মনোনয়ন বাতিল হওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দেবাশিস ধর । তাই এ দিন দেখা গেল বিকল্প প্রার্থীকে ছাড়াই নির্বাচনী প্রচার করল বিজেপি ৷ সিউড়ি শহরে প্রচার করেন বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা ও দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা । বীরভূম লোকসভা কেন্দ্র থেকে বিজেপির কোন প্রার্থী লড়াই করবেন, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন স্থানীয়রা ৷
আরও পড়ুন:
- দেবাশিস ধরের পদত্যাগ গ্রহণ করেনি রাজ্য, মনোনয়ন বাতিলে সরকারকেই দুষলেন জয়ন্ত রায়
- হাইকোর্টে হবে না জরুরি শুনানি, মনোনয়ন বাতিল নিয়ে 'সুপ্রিম' দ্বারে যেতে পারেন দেবাশিস
- বীরভূমের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিসের মনোনয়ন বাতিল, কেন ?