ধূপগুড়ি, 12 এপ্রিল:নির্বাচনী প্রচারে এসে বিজেপিকে পরাস্ত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনালেন মুনি ও ইঁদুরের কাহিনি 'পুনর্মূষিকো ভব'৷ এরপর দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে স্পষ্ট বললেন, "বিজেপিকে ইঁদুর থেকে বিড়াল-কুকুর এবং বাঘ বানিয়েছেন আপনারা । আগামী 19 তারিখ সেই বাঘকে আবার নেংটি ইঁদুরে পরিণত করুন ।"
শুক্রবার জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী ডঃ নির্মল চন্দ্র রায়ের সর্মথনে ধূপগুড়িতে জনসভায় এসে একথাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি এদিন আরও বলেন, "উপনির্বাচনের আগে জনসভা থেকে মানুষ বলেছিল মহকুমা চাই । তাই দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অক্টোবর মাসে মন্ত্রিসভায় পাস করিয়েছে । তারপর 2 মাস সেটা কোর্টে আটকে ছিল এবং 19 জানুয়ারি তার জট কাটে । একমাস আগে ময়নাগুড়িতে এসে বলেছিলাম, মহকুমার পর প্রথম কাজ হবে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালকে 60 বেডের জায়গায় 100 বেডের হাসপাতাল করা হবে এবং মহকুমা হাসপাতালে পরিণত করে । নির্বাচন শেষ হবে জুন মাসে । তার তিন মাসের মধ্যে 60 বেডের জায়গায় 100 বেডের মহকুমা হাসপাতাল করব ৷"