কলকাতা, 22 জানুয়ারি: ধর্মের নামে নয়, কর্ম দেখে ভোট দেওয়ার আবেদন জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার পার্ক সার্কাসে আয়োজিত তৃণমূল কংগ্রেসের ‘সংহতি সভা’ থেকে তিনি এই বার্তা দেন ৷ অভিষেক বলেন, ‘‘ধর্মের নামে ভোট দেবেন না কর্মের নামে দেবেন ।"
এ দিনই অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার ৷ সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘প্রধান যজমান’ হিসেবে উপস্থিত ছিলেন ৷ সেই অনুষ্ঠান শেষ হওয়ার কিছু সময় পর কলকাতা সংহতি যাত্রা করে তৃণমূল কংগ্রেস ৷ সেই যাত্রায় বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের নিয়ে হাঁটেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ মিছিলে তৃণমূল কংগ্রেসের অন্য নেতা-নেত্রীদের সঙ্গেই উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷
মিছিল শুরু হয় কলকাতার হাজরা মোড় থেকে ৷ মিছিল শেষ হয় পার্ক সার্কাসে ৷ সেখানেই অনুষ্ঠিত হয় এক সভা ৷ সেই সভায় ভাষণ দেওয়ার সময় এই কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তবে এই কথা বলার আগে সাধারণ মানুষের উদ্দেশ্যে অভিষেককে বলতে শোনা যায়, ‘‘আপনার যাকে ইচ্ছে ভোট দেবেন । সিপিএম-কে দেবেন । কংগ্রেসকে দেবেন । বিজেপিকে দেবেন ।’’ এর পরই ধর্ম নয়, কাজ দেখে ভোট দেওয়ার আবেদন করেন তিনি ৷ বলেন, ‘‘...কিন্তু ধর্মের নামে ভোট দেবেন না, কর্মের নামে দেবেন ।"