পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

কন্ট্রোলরুমে নির্বাচনী প্রক্রিয়ায় 'চোখ' অভিষেকের, মেট্রোপলিটনে নজরদারিতে সুব্রত - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

TMC Eyes on Polling: লোকসভা নির্বাচনের প্রথম দফায় শুক্রবার বঙ্গের তিন জেলায় ভোটগ্রহণ ৷ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি কেন্দ্রের ভোটাররা ৷ ক্য়ামাক স্ট্রিটের কন্ট্রোলরুম এবং মেট্রোপলিটনের ভবন থেকে নির্বাচন প্রক্রিয়ায় নজর রাখছে তৃণমূল কংগ্রেস ৷

TMC Eyes on Polling
তৃণমূল কংগ্রেস

By ETV Bharat Bangla Team

Published : Apr 19, 2024, 12:53 PM IST

Updated : Apr 19, 2024, 1:39 PM IST

কলকাতা, 19 এপ্রিল: নির্ধারিত সময়ানুসারে শুক্রবার সকাল 7টা থেকে শুরু হয়েছে 18তম লোকসভা নির্বাচনের প্রথম দফা ৷ ইতিমধ্যেই নির্বাচন প্রক্রিয়ার অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে ৷ সকাল থেকে ভোটে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহাররের কয়েকটি এলাকা । নির্বাচন প্রক্রিয়া নজরে রাখতে ভোট মানেজমেন্ট ক্যামাকস্ট্রিটের কন্ট্রোলরুমে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সকাল আটটা থেকেই কন্ট্রোলরুমে রয়েছেন তিনি।

অন্যদিকে, মেট্রোপলিটনের তৃণমূল কংগ্রেস ভবনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এছাড়া রয়েছেন দলের নেতা শান্তনু সেন, ডেরেক ও'ব্রায়েন-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । মূলত এই দুই জায়গা থেকেই উত্তরবঙ্গে ভোট পর্যবেক্ষণ করছে তৃণমূল কংগ্রেস । শুক্রবার সকাল থেকে উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত ঘটনার অভিযোগ এসেছে বলে খবর তৃণমূল সূত্রে। দলীয় নেতৃত্বের কাছে ইতিমধ্যেই তৃণমূল ভবনের নির্দেশ এসেছে কী করতে হবে । সেই নির্দেশের পরই নির্বাচন কমিশনে অভিযোগ জানান হয়েছে দলের তরফে ৷

এদিন সকালে নির্বাচন প্রসঙ্গে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন শান্তনু সেন। তিনি বলেন, "এখনও পর্যন্ত ভালোভাবেই ভোট চলছে রাজ্যে । কয়েকটি জায়গায় বিজেপি অশান্তি করার চেষ্টা করছে।" তিনি আরও বলেন, "গত নির্বাচনের পর মানুষের সমর্থন না পাওয়া সত্ত্বেও জনমুখী প্রকল্পের কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অথচ বিজেপিকে সমর্থন করার পরও সেখানে তারা মানুষের বিভিন্ন প্রকল্প আটকে দেওয়ার জন্য সুপারিশ করেছে । এই অবস্থায় মানুষ বাংলা বিরোধী, বাঙালি বিরোধী ভারতীয় জনতা পার্টিকে প্রত্যাখ্যান করা শুরু করেছে। এবার তাঁরা মনস্থির করে নিয়েছেন এই বাংলা বিরোধী ভারতীয় জনতা পার্টিকে যোগ্য জবাব নির্বাচনের মাধ্যমে দেবে। মানুষ যখন তাদের লক্ষ্য ঠিক করে নেয় তখন যা হওয়ার তাই হবে ৷"

Last Updated : Apr 19, 2024, 1:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details