গঙ্গারামপুর, 18 মার্চ: গঙ্গারামপুরে নির্বাচনী প্রচারে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় উপস্থিত হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই সভায় উপস্থিত ছিলেন উত্তর ও দক্ষিণ দুই দিনাজপুরের তৃণমূল নেতৃত্ব-সহ বিধায়করা। এই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা ও 100 দিনের কাজে পাঁচ বছরে কেন্দ্র কত টাকা রাজ্যকে দিয়েছে সেই বিষয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান ৷ পাশাপাশি বিজেপি নেতৃত্বকে মুখোমুখি বিতর্ক সভায় বসারও চ্যালেঞ্জ জানান অভিষেক।
লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলেছে শাসক ও বিরোধী দলের হেভিওয়েট নেতারা। সোমবার বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী জনসভা থেকে রাজ্য সরকারের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি একাধিক ইস্যুতে মোদি সরকারকে আক্রমণ করেন অভিষেক।