পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / photos

দু'দিনের বৃষ্টিতেই জল থই থই শহরে, দেখুন দুর্ভোগের ছবি - Water Logging in Kolkata - WATER LOGGING IN KOLKATA

Water Logging in Kolkata: দু'দিনের টানা বৃষ্টিতেই জলমগ্ন কলকাতা বিমানবন্দর ৷ কোমর পর্যন্ত জল দাঁড়াল ভিআইপি রোডে ৷ সেক্টর ফাইভ-সহ সল্টলেকের একাধিক এলাকাও চলে গিয়েছিল জলের নীচে ৷ হাঁটু জল পেরিয়েই চলল ঝুঁকির পারাপার ৷ ফের কলকাতায় ফিরল জলযন্ত্রণার ছবি ৷ (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 7:03 PM IST

একনাগারে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন (নিজস্ব ছবি)
সেক্টর ফাইভ-সহ সল্টলেকের একাধিক এলাকায় জমল হাঁটু জল ৷ (নিজস্ব ছবি)
ভিআইপি রোড-সহ একাধিক এলাকা জলমগ্ন ৷ (নিজস্ব ছবি)
সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পথচলতি মানুষজন ৷ (নিজস্ব ছবি)
জল জমেছে কলকাতা আর্ন্তজাতিক বিমানবন্দরে (নিজস্ব ছবি)
বিমান পার্কিং বে’তে জল জমে ৷ (নিজস্ব ছবি)
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস ৷ (নিজস্ব ছবি)
আরও দুর্ভোগের আশঙ্কা কলকাতা-সহ শহরতলীতে ৷ (নিজস্ব ছবি)

ABOUT THE AUTHOR

...view details