একনাগারে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন. সেক্টর ফাইভ-সহ সল্টলেকের একাধিক এলাকায় জমল হাঁটু জল ৷. ভিআইপি রোড-সহ একাধিক এলাকা জলমগ্ন ৷. সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পথচলতি মানুষজন ৷. জল জমেছে কলকাতা আর্ন্তজাতিক বিমানবন্দরে. বিমান পার্কিং বে’তে জল জমে ৷. কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস ৷. আরও দুর্ভোগের আশঙ্কা কলকাতা-সহ শহরতলীতে ৷