পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / photos

কাশ্মীর তুষার চাদরে ঢাকতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস পর্যটকদের, ভূস্বর্গের রূপ দেখে চোখ স্বার্থক করুন আপনিও - ভূস্বর্গ

দেরি হলেও প্রাণ ফিরে পেল ভূস্বর্গ ৷ বরফের সাদা পুরু চাদরে ঢাকল জম্মু ও কাশ্মীর ৷ তুষারপাত চুটিয়ে উপভোগ করছেন পর্যটকেরা ৷ সেলফি থেকে বরফ নিয়ে দেদার খেলায় মাতছেন তারা ৷ বাড়ি বসে মন খারাপ না-করে ভূস্বর্গের নৈসর্গিক রূপকে উপভোগ করুন ছবিতে ৷

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 1:25 PM IST

ব্যস্ত কর্মজীবনে থেকে ছুটি নিয়ে ঘুরে আসুন ভূস্বর্গ থেকে ৷
জম্মু-কাশ্মীরের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে ৷
উপরে তুষারচূড়া ও নীচে শ্বেতশুভ্র চাদর থেকে চোখ ফেরানো মুশকিল ৷
মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত অনেকে ৷
খুশির সীমা নেই ৷ বাতাসের হিমেল হাওয়ায় সাদা বরফ গায়ে মাখছেন পর্যটকেরা ৷
ভূস্বর্গের নৈসর্গিক রূপ দেখে মন ভরে যাবে আপনারও ৷
তুষারপাতের কারণে সতর্কতা জারি করেছে প্রশাসন ৷ সাবধানে রাস্তা পারাপারের পরামর্শ দেওয়া হয়েছে ৷
বরফের সাদা চাদরে ঢেকেছে শ্রীনগর থেকে গুলমার্গ ৷
ঠান্ডায় জবুথবু অবস্থা হলেও এই আবহাওয়াকে জমিয়ে উপভোগ করছে স্থানীয় থেকে পর্যটকেরা ৷
শনিবার থেকে ফের ভারী তুষারপাত শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরে ৷

ABOUT THE AUTHOR

...view details