শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার ছবিটা খানিকটা বালেশ্বর ট্রেন 'বিপর্যয়ে'র মতো ৷. সোমবার সকাল আটটা বেজে 50 মিনিট ৷ জোরালো শব্দে কেঁপে উঠল শিলিগুড়ির রাঙাপানি এলাকা ৷. একই লাইনে মালগাড়ি এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা মারায় ট্রেনের দু'টি কামরা লাইনচ্যুত হয় ৷. শূন্যে ওড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একাধিক কামরা ৷. রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধার কাজে হাত রয়েছেন বিএসএফ জওয়ানরা ৷. বিপদ এড়াতে ওই এলাকা থেকে যাত্রী এবং স্থানীয়দের সরে যাওয়ার জন্য মাইকিং চলছে।. ইতিমধ্যে কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে ৷ আহত অন্ততপক্ষে 50 জন যাত্রী ৷. একটি কামরা মালগাড়ির ইঞ্জিনের উপর বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে।. যে কোনও মুহূর্তে কামরাটি নীচে পড়ে যেতে পারে।. সময় যত বাড়ছে তত বাড়ছে হাহাকার ৷ প্রিয়জনদের চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা ৷. উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে চালু করেছে হেল্পলাইন নম্বর ৷. দুর্ঘটনাস্থলে রয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ রওনা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও গভর্নর সিভি আনন্দ বোস ৷