'দ্য ঘোস্ট স্টোরিজ' অভিনেত্রী সোশাল মিডিয়ায় বরাবরই সক্রিয় ৷. ফ্যানেদের সঙ্গে নিজের নানা মুডের ছবি ম্রুণাল ঠাকুর শেয়ার করেন ইন্সটাগ্রামে ৷. সম্প্রতি তাঁকে দেখা যায় প্যাস্টেল রঙের আনারকলি চুড়িদারে ৷. মাহিমা মহাজনের ডিজাইন করা এই পোশাকে মিষ্টি লাগছে ম্রুণালকে ৷. ক্যামেরার সামনে অভিনেত্রী নিজেকে মেলে ধরেন নানা পোজে ৷. মাল্টি-কালার ফ্লোরাল এমব্রয়ডারি এই আনারকলি চুড়িদারের দাম 55 হাজার টাকা ৷. অভিনেত্রী জুয়েলারি হিসাবে ব্যবহার করেছেন ছোট্ট কানের দুল ৷ চুল রেখেছেন খোলা. তাতে কার্লি স্টাইল ৷. 'সীতা রমম' অভিনেত্রীর লুকে মজে নেটপাড়া ৷