পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / photos

'পুষ্পা 2' থেকে 'দেবারা', দেখে নিন চলতি বছর বক্স অফিস কাঁপাতে তৈরি কোন কোন দক্ষিণী ছবি - South Films pushpa 2

Upcoming South Films 2024: চলতি বছর একাধিক বিগ বাজেটের বিগ ছবি রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ বলিউডকে বাদ দিলে দক্ষিণী ছবির জগতে বেশ কিছু সিনেমা রয়েছে, যার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকরাও ৷ জুনিয়র এনটিআর-এর 'দেবারা' থেকে আল্লু অর্জুনের 'পুষ্পা 2', কোন কোন ছবি মুক্তি পাবে চলতি বছর, রইল তালিকা ৷

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 9:46 PM IST

সকলেই অপেক্ষায় রয়েছে 'পুষ্পা: দ্য রুল' দেখার জন্য ৷ আল্লু অর্জুনের এই ছবি মুক্তি পাবে চলতি বছর 15 অগস্ট ৷
'আরআরআর' ছবির সাফল্যের পর রামচরণের নতুন ছবি 'গেম চেঞ্জার' নিয়ে আগ্রহ প্রথম থেকেই ৷ পরিচালক শঙ্করের ছবিতে দক্ষিণী অভিনেতার বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানিকে ৷
জুনিয়র এনটিআরের ছবি 'দেবারা' মুক্তি পাবে 5 এপ্রিল ৷ ছবিটি পরিচালনা করেছেন কর্তালা শিভা।
অভিনেতা সূর্যর সাই-ফাই ছবি 'কাঙ্গুভা' রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ অভিনেতার বিপরীতে দেখা যাবে দিশা পাটানিকে ৷
কিছুদিন আগেই নতুন ছবি 'মিস্টার বচ্চন' ছবির ঘোষণা করেন রবি তেজা ৷ এবার কার্তিক গাট্টামানেনি পরিচালিত 'ঈগল' মুক্তি পাবে 9 ফেব্রুয়ারি ৷
প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেতে চলেছে পা রঞ্জিত পরিচালিত 'থাঙ্গালানে' ৷ মুখ্য চরিত্রে দেখা যাবে চিয়ান বিক্রমকে।
সুপার ন্যাচরাল বা হরর থ্রিলার ফিল্ম দর্শকদের জন্য আনছেন পরিচালক রাহুল সদাশিবন ৷ ছবির নাম 'ব্রহ্মযুগম' ৷ মুখ্য চরিত্রে রয়েছেন মামুটি।
'কেজিএফ', 'সালার' খ্যাত পরিচালক প্রশান্ত নীলের পরবর্তী ছবি 'বাঘিরা' ৷ যার মুক্তি পাওয়ার কথা চলতি বছরেই ৷

ABOUT THE AUTHOR

...view details