পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / photos

মৌনী অমাবস্যায় কুম্ভে পদপিষ্ট পুণ্যার্থীরা, লেন্সবন্দি মর্মান্তিক ঘটনার নানা মুহূর্ত - MAHA KUMBH 2025

মৌনী অমাবস্যা তিথির শুরুতেই পুুণ্যলাভের আশায় প্রয়াগরাজের মহাকুম্ভে প্রবল জনজোয়ার ৷ বৃহস্পতিবার রাতেই ত্রিবেণী সঙ্গমে ভিড় জমান কয়েক কোটি পুণ্যার্থী ৷ বুধবার রাত 1টা 30 মিনিট নাগাদ প্রবল জনস্রোত ধরে রাখতে না-পেরে ব্যারিকেড ভেঙে বিপত্তি ঘটে ৷ পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ আহত হন বহু পুণ্যার্থী ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2025, 3:54 PM IST

মৌনী অমাবস্যায় অমৃতস্নানের জন্য প্রবল জনজোয়ার মহাকুম্ভে ৷ পুণ্যলাভের আশায় ত্রিবেণী সঙ্গমে ভিড় জমিয়েছেন কয়েক কোটি ভক্ত ৷ (ছবি: পিটিআই) (ইটিভি ভারত)
ভক্তদের স্নানের হুড়োহুড়িতে ভেঙে পড়ে ব্যারিকেড ৷ তাতেই বিপত্তি ৷ একে অপরের উপর চাপা পড়ে যান ভক্তরা ৷ (ছবি: পিটিআই) (ইটিভি ভারত)
ভক্তদের হুড়োহুড়িতে বুধবার রাত দেড়টা নাগাদ পদপিষ্টের ঘটনাটি ঘটে ৷ (ছবি: পিটিআই) (ইটিভি ভারত)
মুহূর্তের মধ্য়ে শোকের ছায়া নেমে আসে ধর্মীয় মহাসমাগমের প্রাঙ্গনে ৷ আত্মীয় পরিজনদের খোঁজে হাহাকার পড়ে যায় চারিদিকে ৷ (ছবি: পিটিআই) (ইটিভি ভারত)
বুধবারের পদপিষ্টের ঘটনায় একাধিক ভক্তের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷ অনেক এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷ (ছবি: পিটিআই) (ইটিভি ভারত)
ঘটনার কিছুক্ষণের মধ্য়েই নিখোঁজদের সন্ধান শুরু করে স্থানীয় প্রশাসন ৷ (ছবি: পিটিআই) (ইটিভি ভারত)
পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকাজে ব্যস্ত মেলার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা ৷ (ছবি: পিটিআই) (ইটিভি ভারত)
পদপিষ্টের ঘটনার পরই স্নান সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেন বিভিন্ন আখড়ার সাধুরা ৷ (ছবি: পিটিআই) (ইটিভি ভারত)

ABOUT THE AUTHOR

...view details