পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / photos

'মল্লিকবাবু তুমি শুধু আমার'...বিয়ের পর একগুচ্ছ ছবি পোস্ট শ্রীময়ীর, দেখুন ফটো অ্যালবাম - kanchan and sreemoyee marriage

প্রেম দিবসে বিয়ে সেরেছেন টলি অভিনেতা কাঞ্চন মল্লিক ও টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ৷ গতকাল আইনি বিয়ের একগুচ্ছ ছবি সোশালে পোস্ট করেছেন নববিবাহিতা ৷ দু'জনের পরনে ছিল নজরকাড়া পোশাক ৷ আগামী 6 মার্চ সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধছেন তাঁরা। একঝলকে দেখে নিন সেই মুহূর্ত ৷

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 12:48 PM IST

ভ্যালেন্টাইন ডে'র দিনই কাগুজে বিয়ে সেরেছেন টলিগঞ্জের বহু চর্চিত এই জুটি।
ভালোবাসার দিনে প্রেম নিবেদন করতে ভোলেননি কিন্তু বরমশাই ৷
সোশাল মিডিয়ার ছবি ছবি প্রকাশ্যে আসতেই একদিকে যেমন শুভেচ্ছা, ভালোবাসা পেয়েছেন, তেমনই শিকার হতে হয়েছে চূড়ান্ত কটাক্ষেরও।
কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্কের পথ কোনওদিনই মসৃণ ছিল না। তাঁদের সম্পর্কের কথা কখনওই প্রকাশ্যে স্বীকার করেননি কেউই।
তবে ফিল্মি পার্টি থেকে শুরু করে ছবির শুটিং, সবসময়েই কাঞ্চনের সঙ্গে দেখা যেত শ্রীময়ীকে।
সোশাল মিডিয়ার পোস্টে কাঞ্চনকে শ্রীময়ী প্রেম নিবেদন করেছেন 'মিস্টার মল্লিক' বলে ৷
এরপরই তিনি কাঞ্চনের প্রতি নিজের সমস্ত অনুভূতি উজাড় করে মনের কথা জানিয়ে দেন ৷
আগামী 6 মার্চ সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধছেন তাঁরা।
দু'জনের বয়সের বিস্তর ফারাক । তাও 27 বছরের বড় কাঞ্চনই যে তাঁর হৃদয় জুড়ে রয়েছেন সেকথা অকপট জানিয়েছেন শ্রীময়ী।
আইনি বিয়েতে দুই পরিবারের সদস্যরাও ছিলেন ৷ বড়দের আশির্বাদ নিয়ে তাঁরা নতুন জীবন শুরু করলেন ৷

ABOUT THE AUTHOR

...view details