পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / photos

বন্দুকের নলের সামনে জিতল স্টেথোস্কোপ ! টাইমলাইনে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান - Lalbazar Abhiyan Timeline

টানা প্রায় 24 ঘণ্টা অবস্থান বিক্ষোভ ৷ মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিল লালবাজার ৷ ডেপুটেশন হাতে 22 জনের প্রতিনিধি দল গেল লাল বিল্ডিংয়ের ভিতরে । পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে বৈঠক করলেন তাঁরা । নাগরিক সমাজের একাংশ বলছে, বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে জিতে গেল স্টেথোস্কোপ ৷ (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2024, 8:00 PM IST

আরজি করের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের বিচার এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সোমবার লালবাজার অভিযান শুরু জুনিয়র ডাক্তারদের ৷ (নিজস্ব ছবি)
গোলাপ হাতে কলেজ স্কোয়ার থেকে শুরু হয় মিছিল ৷ (নিজস্ব ছবি)
প্রতীকী শিরদাঁড়া নিয়ে চলে লালবাজার অভিযান ৷ (নিজস্ব ছবি)
কেন প্রথম দিন থেকে তথ্য লোপাট করা হচ্ছিল, সেই প্রশ্নও তোলা হয় মিছিল থেকে ৷ (নিজস্ব ছবি)
বিনীত গোয়েলের কুশপুতুল পোড়ানো হয় ৷ (নিজস্ব ছবি)
মাঝপথে ফিয়ার্স লেনেই পুলিশ আটকে দেয় জুনিয়র ডাক্তারদের মিছিল ৷ (নিজস্ব ছবি)
সেখানেই বিক্ষোভ শুরু করেন জুনিয়র ডাক্তাররা ৷ সোমবার রাতে চিকিৎসকদের রাজপথ দখলে যোগদান করেন সেলেবরাও ৷ (নিজস্ব ছবি)
রাত কেটে সকালের আলো ফুটলেও নিজেদের দাবিতে অনড় থাকেন জুনিয়র ডাক্তাররা ৷ (নিজস্ব ছবি)
বৃষ্টির মধ্যে ত্রিপল খাটিয়ে চলে লালবাজারের অদূরে রাস্তায় অবস্থান বিক্ষোভ ৷ (নিজস্ব ছবি)
আন্দোলনকারীদের চা খেতে অফার করে পুলিশ ৷ কিন্তু তা ফিরিয়ে দিয়ে গো-ব্যাক স্লোগান জুনিয়র ডাক্তারদের ৷ (নিজস্ব ছবি)
মঙ্গলবার দুপুরের দিকে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে পিছু হটে কলকাতা পুলিশ ৷ সরিয়ে দেওয়া হয় ব্যারিকেড ৷ (নিজস্ব ছবি)
শিরদাঁড়া হাতে নিয়েই পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে 22 জন চিকিৎসকের প্রতিনিধি দল ৷ জমা দেয় ডেপুটেশন ৷ (নিজস্ব ছবি)

ABOUT THE AUTHOR

...view details