পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / photos

ওয়াটার স্যালুট-রোড শো-নাচ-গান থেকে বাঁধভাঙা উচ্ছ্বাস, মায়ানগরীতে বিশ্বজয়ীদের চারঘণ্টা ! - Team India Win T20 World Cup 2024

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 12:15 PM IST

দীর্ঘ 17 বছরের খরার পর টি-20 বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া ৷ বৃহস্পতির বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত পৌনে দশটা ক্রিকেট বিশ্ব দেখল মায়ানগরীর অন্য একরূপ ৷ রোহিত-বিরাটদের এই জয়ে উৎসবমুখর হয়ে ওঠে বিমানবন্দর থেকে মেরিন ড্রাইভ হয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম ৷ দেখে নিন সেই ঝলক... (বিসিসিআই ও আইসিসি এক্স)
শুরুতেই বিশ্বচ্যাম্পিয়নদের বিমান বন্দরে পৌঁছতেই ওয়াটার স্যালুট দেওয়া হয় ৷ (বিসিসিআই ও আইসিসি এক্স)
বিশ্বচ্যাম্পিয়নদের বরণে মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়েতে কাতারে কাতারে ভিড় ৷ (বিসিসিআই ও আইসিসি এক্স)
মুম্বইয়ে মেরিন ড্রাইভে হুডখোলা বাসে রোহিতদের বিজয়যাত্রা ৷ (বিসিসিআই ও আইসিসি এক্স)
দেশে চ্যাম্পিয়নরা ফেরার পর মহাসমারোহ হয়েছে। বৃহস্পতির সকালে প্রথমেই দিল্লির হোটেলে কেক কাটিং হয়েছে ৷ (বিসিসিআই ও আইসিসি এক্স)
সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন চ্যাম্পিয়নরা। তারপর রোহিত-বিরাটরা পাড়ি দেন মুম্বইয়ে। (বিসিসিআই ও আইসিসি এক্স)
মন ভালো করতে বিশ্বচ্যাম্পিয়নদের একঝলক দেখতে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জনজোয়ার ৷ (বিসিসিআই ও আইসিসি এক্স)
খেলাটা নেহাত খেলা নয়, সেটা যে আবেগ, তা আগেও দেখেছে সকলে। আর মায়ানগরী দেখল গতকাল ৷ (বিসিসিআই ও আইসিসি এক্স)
হুডখোলা বাসে বিভিন্ন আবেগঘন মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়। কোচ রাহুল দ্রাবিড়কে জড়িয়ে ধরেন রোহিত শর্মা। (বিসিসিআই ও আইসিসি এক্স)
মুম্বইয়ের সব প্রান্ত থেকেই বিজয় উৎসবে সামিল হতে কাতারে কাতারে ভিড় করছেন সবাই। (বিসিসিআই ও আইসিসি এক্স)
সব পাল্টালেও ভারতীয় দল যতবার বিশ্বকাপ জিতেছে বিশ্বজয়ীদের ঘিরে দেশবাসীর উচ্ছ্বাসে কোনও পরিবর্তন হয়নি। (বিসিসিআই ও আইসিসি এক্স)
ভারতীয় দল ওয়াংখেড়েতে পৌঁছতেই তখন গোটা স্টেডিয়াম কানায় কানায় ভরা। (বিসিসিআই ও আইসিসি এক্স)
ভারতীয় দল পৌঁছতেই ক্রিকেটাররা একে একে টি-20 বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে। (বিসিসিআই ও আইসিসি এক্স)
ওয়াংখেড়েতে পৌঁছে রোহিত জানান, এই জয় শুধু ক্রিকেটারদের জয় নয়, এই জয় দেশবাসীর জয়। (বিসিসিআই ও আইসিসি এক্স)

ABOUT THE AUTHOR

...view details