কান পাতলেই শোনা যাচ্ছে মানুষের হাহাকার ৷. ক্ষতিগ্রস্ত এক হাজারেরও বেশি বাড়ি ৷. পুলিশ. দমকল ও পৌরসভার বিপর্যয় মোকাবিলা দল পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে ৷. সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে রাজারহাট. বার্নিশ. বাকালি. জোড়পাকদি. মাধবডাঙ্গা এবং সাপ্তিবাড়ি ৷. ঝড়ের জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে একাধিক এলাকায় ৷. বাড়িঘর হারিয়ে শেষ সম্বলটুকু আগলে রাখার চেষ্টা করছেন ক্ষতিগ্রস্তরা ৷ রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছেন তাঁরা ৷. বেশ কয়েকটি ঝুপড়ি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ আহতের সংখ্যা ছাড়িয়েছে 170 জনের বেশি ৷. ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে বেশ খানিক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী ৷. মাথাগোঁজার সম্বলটুকুও হারিয়ে অসহায় হয়ে পড়েছেন এলাকাবাসীরা ৷. একাধিক জায়গায় গাছের ডাল ভেঙে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা ৷. জলপাইগুড়িতে ঝড়ের তাণ্ডবে গোড়া থেকে উপড়ে পড়েছে গাছ ৷ গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 4 জনের ৷. রবিবার রাতেই জলপাইগুড়ি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অন্ধকারের মধ্যে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন তিনি ৷