ETV Bharat / sports

জামশেদপুরকে হারিয়ে প্রথমবার লিগ শীর্ষে মোহনবাগান সুপারজায়ান্ট

জামশেদপুর এফসিকে হারিয়ে ছন্দে ফিরল সবুজ-মেরুন শিবির ৷ 12 দিনের বিরতির পরে জয়ে ফিরে মোহনবাগান সুপারজায়ান্ট পৌঁছল লিগ শীর্ষে ৷

Mohun Bagan Super Giant
জামশেদপুর এফসিকে হারালো মোহনবাগান সুপারজায়ান্ট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 23, 2024, 11:04 PM IST

কলকাতা, 23 নভেম্বর: 'গোল হোবে'। কথা রাখলেন লিস্টন কোলাসো । ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে সবুজ মেরুন উইঙ্গার ভাঙা বাংলায় প্রতিশ্রুতি দিয়েছিলেন গোল করার । প্রথমার্ধের সংযুক্তি সময়ে জামশেদপুর এফসির বক্সে পাঁচজনকে কাটিয়ে দলের দ্বিতীয় গোলটি করেন লিস্টন । যা শনিবাসরীয় সন্ধ্যার যুবভারতী ক্রীড়াঙ্গনে 'ঘুম ভাঙানিয়া'। চুরাশি মিনিটে আরেকটি গোলের সুযোগ পোস্টে মেরে নষ্ট না করলে দল এবং লিস্টন কোলাসোর গোল সংখ্যা বাড়ত ।

জামশেদপুর এফসিকে 3-0 গোলে হারিয়ে আট ম্যাচে 17 পয়েন্টে পৌঁছে গেল মোহনবাগান সুপারজায়ান্ট । একই সঙ্গে গোল পার্থক্যে বেঙ্গালুরু এফসিকে পিছনে ফেলে শীর্ষে হোসে মোলিনার ছেলেরা । টম অলড্রেট এবং লিস্টন কোলাসো সবুজ মেরুনের জয়ের ভিত গড়লেন । জেমি ম্যাকলারেন দলের তিন নম্বর গোল করে দলকে পয়েন্ট টেবিলের মগডালে পৌঁছে দিলেন । খেলা শুরুর আগে সবুজ মেরুন সমর্থকরা গ্যালারিতে সবচেয়ে বড় টিফো নামিয়ে নজির গড়লেন । প্রবাসে খেলতে আসা বিদেশিরা যাতে পারিবারিক একাত্মতা অনুভব করেন, সেটাই ছিল টিফোর বার্তা ।

সমর্থকদের আন্তরিক বার্তাকে সম্মান দিতেই যেন টম অলড্রেটের গোল । 16 মিনিটে দীপক টাঙরির শট প্রতিপক্ষ ফুটবলারের পায়ে লেগে উপরে উঠলে আলবার্তো তা ব্যাকহেডে অলড্রেটকে বাড়িয়ে দিলেন । যা সাইড ভলিতে জালে পাঠাতে ভুল করেননি সবুজ মেরুনের বিদেশি ডিফেন্ডার ।
শেষ দুই ম্যাচে দশ গোল খাওয়া জামশেদপুর এফসি ঘুরে দাঁড়াতে কলকাতার মঞ্চকে বেছেছিল । কিন্তু পুরো নব্বই মিনিটে একবারের জন্যও তারা প্রতিপক্ষকে অস্বস্তিতে ফেলতে পারেনি ।

বিরতির আগে দু'গোলেই ম্যাচের ভাগ্য কার্যত লেখা হয়ে গিয়েছিল । 75 মিনিটে দীপক টাঙরির বাড়ানো বল ধরে মনবীর সিংয়ের পাস থেকে জেমি ম্যাকলারেনের গোল সবুজ মেরুনের জয়কে সিলমোহর দিয়ে দেয় । জয়ের হ্যাটট্রিকের পরে ওড়িশা এফসির বিরুদ্ধে ড্র করেছিল হোসে মোলিনার ছেলেরা । 12 দিনের বিরতির পরে জয়ে ফিরে মোহনবাগান সুপারজায়ান্ট শুধু জয়ের পথে ফিরল না, প্রথমবার পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল ।

কলকাতা, 23 নভেম্বর: 'গোল হোবে'। কথা রাখলেন লিস্টন কোলাসো । ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে সবুজ মেরুন উইঙ্গার ভাঙা বাংলায় প্রতিশ্রুতি দিয়েছিলেন গোল করার । প্রথমার্ধের সংযুক্তি সময়ে জামশেদপুর এফসির বক্সে পাঁচজনকে কাটিয়ে দলের দ্বিতীয় গোলটি করেন লিস্টন । যা শনিবাসরীয় সন্ধ্যার যুবভারতী ক্রীড়াঙ্গনে 'ঘুম ভাঙানিয়া'। চুরাশি মিনিটে আরেকটি গোলের সুযোগ পোস্টে মেরে নষ্ট না করলে দল এবং লিস্টন কোলাসোর গোল সংখ্যা বাড়ত ।

জামশেদপুর এফসিকে 3-0 গোলে হারিয়ে আট ম্যাচে 17 পয়েন্টে পৌঁছে গেল মোহনবাগান সুপারজায়ান্ট । একই সঙ্গে গোল পার্থক্যে বেঙ্গালুরু এফসিকে পিছনে ফেলে শীর্ষে হোসে মোলিনার ছেলেরা । টম অলড্রেট এবং লিস্টন কোলাসো সবুজ মেরুনের জয়ের ভিত গড়লেন । জেমি ম্যাকলারেন দলের তিন নম্বর গোল করে দলকে পয়েন্ট টেবিলের মগডালে পৌঁছে দিলেন । খেলা শুরুর আগে সবুজ মেরুন সমর্থকরা গ্যালারিতে সবচেয়ে বড় টিফো নামিয়ে নজির গড়লেন । প্রবাসে খেলতে আসা বিদেশিরা যাতে পারিবারিক একাত্মতা অনুভব করেন, সেটাই ছিল টিফোর বার্তা ।

সমর্থকদের আন্তরিক বার্তাকে সম্মান দিতেই যেন টম অলড্রেটের গোল । 16 মিনিটে দীপক টাঙরির শট প্রতিপক্ষ ফুটবলারের পায়ে লেগে উপরে উঠলে আলবার্তো তা ব্যাকহেডে অলড্রেটকে বাড়িয়ে দিলেন । যা সাইড ভলিতে জালে পাঠাতে ভুল করেননি সবুজ মেরুনের বিদেশি ডিফেন্ডার ।
শেষ দুই ম্যাচে দশ গোল খাওয়া জামশেদপুর এফসি ঘুরে দাঁড়াতে কলকাতার মঞ্চকে বেছেছিল । কিন্তু পুরো নব্বই মিনিটে একবারের জন্যও তারা প্রতিপক্ষকে অস্বস্তিতে ফেলতে পারেনি ।

বিরতির আগে দু'গোলেই ম্যাচের ভাগ্য কার্যত লেখা হয়ে গিয়েছিল । 75 মিনিটে দীপক টাঙরির বাড়ানো বল ধরে মনবীর সিংয়ের পাস থেকে জেমি ম্যাকলারেনের গোল সবুজ মেরুনের জয়কে সিলমোহর দিয়ে দেয় । জয়ের হ্যাটট্রিকের পরে ওড়িশা এফসির বিরুদ্ধে ড্র করেছিল হোসে মোলিনার ছেলেরা । 12 দিনের বিরতির পরে জয়ে ফিরে মোহনবাগান সুপারজায়ান্ট শুধু জয়ের পথে ফিরল না, প্রথমবার পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.