পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / photos

রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম... রথের দড়িতে টান মমতার - RATH YATRA 2024 - RATH YATRA 2024

Rath Yatra 2024: মহা আড়ম্বরের সঙ্গে ইসকনের মন্দিরে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব ৷ রবিবার সকালে পুজোর ডালি হাতে নিয়ে মিন্টোপার্কে ইসকনের মন্দিরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিশেষ সেই মুহূর্তের ছবি মুখ্যমন্ত্রী শেয়ার করেছেন তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 5:47 PM IST

‘রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম।’ জয় জগন্নাথ! (ইটিভি ভারত)
কলকাতার ইসকন মন্দিরে ভগবানের আরতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)
শ্রীশ্রী জগন্নাথ দেবের চরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো নিবেদন করেন ৷ (ইটিভি ভারত)
ফুল-মালা-প্রদীপে থালা সাজিয়ে আরতি করছেন জননেত্রী মমতা ৷ বিশেষ দিনে মুখ্যমন্ত্রী বেছে নেন লাল-সাদা শাড়ি ৷ (ইটিভি ভারত)
ইসকনের সন্ন্যাসী-পূজারীদের সঙ্গে কথাবার্তাও বলেন মুখ্যমন্ত্রী ৷ (ইটিভি ভারত)
বৃষ্টি মাথায় করেই টান দিলেন রথের রশিতে ৷ এদিন মুখ্যমন্ত্রী ঐক্য, সাম্য এবং শান্তির বার্তা দেন । (ইটিভি ভারত)
ইসকনের রথের রশিতে টান দিয়ে যাত্রার শুভ উদ্বোধন করছেন নেত্রী মমতা । পবিত্র রথযাত্রায় পা মেলান একাধিক ভক্ত ও দর্শনার্থীরা ৷ (ইটিভি ভারত)
মহা রথযাত্রা উপলক্ষ্যে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের ৷ (ইটিভি ভারত)
পুরির জগন্নাথ মন্দিরে তৈরি তিনটি রথ ৷ সেখানে রথের রশি ধরে পুণ্য অর্জন করতে হাজির লক্ষাধিক ভক্ত ৷ (ইটিভি ভারত)

ABOUT THE AUTHOR

...view details