নয়াদিল্লি, 20 জুলাই: জো বাইডেন কি দ্বিতীয় দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ৷ এই নিয়ে বিতর্ক চলছে মার্কিন ডেমোক্র্যাটদের মধ্যে ৷ এই পরিস্থিতিতে একজন আমেরিকান ইতিহাসবিদ পরামর্শ দিয়েছেন যে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউজ ধরে রাখার জন্য ডেমোক্র্যাটদের সম্ভাবনা আরও উজ্জ্বল করতে পারেন ৷ উল্লেখ্য, এই আমেরিকান ইতিহাসবিদ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করার জন্য বিখ্যাত ৷
ভারতীয় সময়ের রাতের দিকে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অ্যালেন লিচম্যান ৷ তিনি বলেন, "যদিও জয়ের জন্য জো বাইডেনকেই বেছে নেওয়া উচিত ৷ কিন্তু ডেমোক্র্যাটরা যদি তাঁকে সরিয়ে দেয়, তাহলে তাঁকে অবশ্যই দ্বিতীয় পরিকল্পনা তৈরি করতে হবে ৷ সেক্ষেত্রে তাঁকে প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে সেখানে কমলা হ্যারিসকে বসাতে হবে এবং সর্বসম্মত ভাবে (কমলা হ্যারসিকে) মনোনীত করতে হবে ৷ সেই শর্তেই ঐতিহাসিকভাবে হোয়াইট হাউস জিততে পারবে (ডেমোক্র্যাট) পার্টি ৷"
গত শনিবার পেনসিলভানিয়ায় হত্যার চেষ্টা করা হয় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৷ ওপিনিয়ন পোল বলছে তার পর জো বাইডেনের রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর ক্ষমতায় ফেরার সম্ভাবনা আরও বেড়েছে ৷ এই পরিস্থিতির মধ্যেও বাইডেন ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে প্রচার চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন ৷ সেই পরিস্থিতিতেই লিচম্যানের এই মতামত সামনে এল ৷
বার্ধক্য (81 বছর বয়স) ও ট্রাম্পের বিরুদ্ধে একটি মার্কিন টিভি বিতর্কে তাঁর হতাশাজনক পারফরম্যান্সের কারণে ডেমোক্র্যাটরা চাইছেন যে বাইডেন যেন তাঁর প্রার্থিপদ প্রত্যাহার করে নেন ৷ এর মধ্যে জানা গিয়েছে যে বাইডেন কোভিডে আক্রান্ত হয়েছেন ৷ ফলে প্রচার বন্ধ করতে বাধ্য হয়েছেন । এই কারণেই লিচম্যানের বক্তব্য তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে ৷
আমেরিকান ইতিহাসবিদ অ্যালান লিচম্যান একটি মডেল তৈরি করেছেন, যার ভিত্তিতে তিনি প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সম্পর্কে তাঁর ভবিষ্যদ্বাণী করেন । তিনি ‘কিজ’ সিস্টেমের জন্য সর্বাধিক পরিচিত, যা তাঁর বই দ্য থার্টিন কিজ টু দ্য প্রেসিডেন্সি এবং দ্য কিজ টু দ্য হোয়াইট হাউস-এ রয়েছে ৷ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘পুপলার ভোট’ প্রেসিডেন্ট পদে থাকা ব্যক্তির দলের প্রার্থী পাবেন কি না, তা ভবিষ্যদ্বাণী করতে কিজ সিস্টেম 13টি ঐতিহাসিক কারণ ব্যবহার করে (প্রেসিডেন্টই প্রার্থী কি না, তা আলাদা করে বিচার করা হয় না) ।
স্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক ইমাগইন্ডিয়ার সভাপতি রবিন্দর সচদেবের মতে, বাইডেন যদি প্রেসিডেন্ট পদের জন্য ডেমোক্র্যাটিক প্রার্থী হিসাবে পদত্যাগ করেন এবং হ্যারিসের প্রার্থিপদকে সমর্থন করেন, তখন তিনটি প্রধান কারণ হ্যারিসের পক্ষে কাজ করবে । আমেরিকান বিশ্ববিদ্যালয়ে লিচম্যানের এই ছাত্র সচদেব ইটিভি ভারতকে বলেন, "এটা ডেমোক্রেটিক পার্টির মধ্যে একটি মসৃণ পরিবর্তনের ইঙ্গিত দেবে ৷"
সচদেব জানান যে বাইডেনের প্রচারের জন্য 220 মিলিয়ন মার্কিন ডলারের তহবিল রয়েছে । যদি বাইডেন হ্যারিসকে সমর্থন করেন, তাহলে তিনি সুপার পিএসি ব্যবহার করতে পারেন ৷ সুপার পিএসি হল স্বাধীনভাবে খরচ করার জন্য রাজনৈতিক কমিটি ৷ এগুলি প্রচারের কৌশল তৈরির জন্য কোনও ব্যক্তি, কর্পোরেশন, শ্রমিক ইউনিয়ন ও অন্যান্য রাজনৈতিক অ্যাকশন কমিটির কাছ থেকে স্বাধীন খরচ এবং অন্যান্য স্বাধীন রাজনৈতিক কার্যকলাপের অর্থ সীমাহীন ভাবে সংগ্রহ করতে পারে ৷ যদি হ্যারিসকে সমর্থন না করা হয় এবং ডেমোক্র্যাটরা বাইডেনকে চ্যালেঞ্জ করেন ৷ তাহলে এই তহবিল ডেমোক্র্যাটিক পার্টি অন্য কোনও প্রেসিডেন্ট পদপ্রার্থী ও তাঁর রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট পদের জন্য যাঁকে বেছে নেওয়া হয়)-এর জন্য খরচ করতে পারবে ৷
সচদেব জানিয়েছেন যে বাইডেন যদি হ্যারিসকে সমর্থন করেন, তাহলে আরও একটি বিষয় বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্টের পক্ষে যাবে ৷ তা হল তাঁকে এমন একজন ব্যক্তি হিসাবে দেখা হবে, যিনি মহিলাদের মধ্যে প্রজনন অধিকার প্রচার করেন, যা এই বছরের নভেম্বরে নির্ধারিত নির্বাচনের আগে একটি বিশাল সমস্যা । সচদেব বলেন, "যদি হ্যারিস প্রেসিডেন্ট পদের জন্য ডেমোক্র্যাটিক প্রার্থী হিসাবে দাঁড়ান, তাহলে তিনি প্রচুর সংখ্যক আফ্রিকান-আমেরিকান নারীর ভোটে জয়ী হবেন ৷" উল্লেখ্য়, হ্যারিসের মা ভারতীয় হলেও তাঁর বাবা জ্যামাইকান ।