পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

প্রকৃতির সৌন্দর্য ভোগ করতে ও ঘর সাজানোর আইডিয়া পেতে কলকাতার এই পাঁচ নার্সারি পরিদর্শন করতে পারেন

সারা সপ্তাহের পরে প্রকৃতির সৌন্দর্য পেতে আপনি কিছু নার্সারিও দেখতে পারেন ৷ যা আপনার মনকেও সুন্দর রাখতে সাহায্য় করবে ৷ ঘর সাজাতেও বেশ কার্যকরী ৷

nurseries in kolkata
কলকাতার নার্সারি (নিজস্ব চিত্র)

By ETV Bharat Lifestyle Team

Published : 4 hours ago

বাগান করা অনেকের কাছে শখের ৷ আপনি যদি বারান্দা ও ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্ট করতে চান আশেপাশের নার্সারি থেকে ইনডোর আউটডোর গাছ সাজিয়ে তুলতে পারেন ৷ গাছপালা সবসময় দূষণ রোধ করতে সহায়তা করতে পারে ৷ আপনি যদি এইরকমভাবে ঘর সাজানোর প্ল্যান করছেন নার্সারি থেকে এনেই অনায়াসে সাজিয়ে নিতে পারেন ৷

এছাড়াও সপ্তাহান্তে প্রকৃতির শোভা পেতে চাইলে কিছু নার্সারি আপনি পরিদর্শন করতে পারেন ৷ আপনি কলকাতার আশেপাশে থাকলে দেখে নিন নার্সারিগুলির তালিকা ৷ যা আপনি প্রকৃতির সংস্পর্শে মনকে শান্তি দিতে পারবেন ও ঘরকেও সাজাতে পারবেন ৷

কনসার্ন ফর আর্থ (Concern For Earth): চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সন্তোষ মোহতা দ্বারা পরিচালিত এই নার্সারি ৷ এখানে অ্যালোভেরা এবং ক্যাকটাস থেকে অ্যান্থুরিয়াম এবং কোয়েলাস বিভিন্ন রকম গাছপালা মজুত রাখা হয় ৷ আপনি এই ধরনের গাছ বাড়িতে রাখতে পারেন ৷ যা আপনার ঘরের শোভা বাড়াতে সাহায্য করবে ৷ এছাড়াও ইক্সোরা এবং স্নেক প্ল্যান্ট, ব্যাম্বু ইত্যাদি গাছগুলি সাজানোর জন্য বিভিন্ন ধরনের পাত্র রাখা হয় এখানে ৷ যা দেখে আপনার মনকেও মানসিক শান্তি দিতে পারে ৷

গঙ্গা নার্সারি (Ganga Nursery):এই নার্সারিতে ফল, বিভিন্ন রকম ফুল, ব্যাম্বু, বোগেনভিলিয়া, অ্যাডেনিয়াম, হেজ, ইনডোর, অ্যাভিনিউ, পাম, বনসাই ইত্যাদি বিভিন্ন ধরনের শোভা বাড়ানোর গাছ পাওয়া যায় ৷ এছাড়াও বড় ধরনের যে গাছগুলি বাগান করার জন্য রাখা হয় সেগুলিও আপনি রাখতে পারেন ৷ এইগাছগুলি বাদেও বিভিন্ন ঔষধি গাছ, লতা জাতীয় বাহারি গাছ এখানে পাওয়া যায় ৷ সপ্তাহের শেষে প্রকৃতির আভাস পেতে অনেক নাম না জানা গাছের সম্বন্ধেও জানতে পারবেন ৷

গ্রীন মল নার্সারি (Green Mall Nursery): এই নার্সারিতে 2500- এর বেশি বিভিন্ন ধরনের দেশী-বিদেশি গাছ পাওয়া যায় ৷ এছাড়াও এখানে গ্রাউন্ড কভার প্ল্যান্ট, লন গ্রাস, বনসাই, বিভিন্ন হার্ভ ও ঝুলন্ত বিভিন্ন পাওয়া যায় ৷ যা আপনার ঘরের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলবে ৷ এখানে আপনি কিছু বইও দেখতে পাবেন যা আপনার জ্ঞানকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে ৷

হর্টিকালচার সেন্টার (Horticulture Centre):এটি সল্টলেকে অবস্থিত ৷ এখানে বিভিন্ন ধরনের মরশুমি ফুলের গাছ বেশ ভালো পাওয়া যায় ৷ এছাড়াও গাছ মজুত করার জন্য বিভিন্ন ধরেনের জৈব সারও পাওয়া যায় ৷ যা আপনি ঘরে গাছকে যত্নে সুন্দর করে তুলতে পারবেন ৷ মরশুমি গাছের শোভা আপনার সারা সপ্তাহের ব্যস্ত জীবনের মনকে শান্ত করতেও সাহায্য় করবে ৷

দ্য গ্লোব নার্সারি (The Globe Nursery):দ্য গ্লোব নার্সারি বিভিন্ন ধরণের ইনডোর ও আউডডোর গাছপালা রাখা হয় ৷ এছাড়াও বিভিন্ন ধরনের ঔষধি গাছ, অর্কিড, ক্যাকটাস রাখা হয় ৷ এগুলি ছাড়াও গাছকে সুন্দরভাবে রাখার জন্য নানান পাত্র দেখতে পারেন ৷ যা আপনার বারান্দাকে খুব সহজেই সুন্দর করে সাজাতে পারবেন ৷ এই নার্সারি পরিদর্শন আপনার মনকেও মানসিকভাবে শান্তি দিতে সাহায্য় করবে ৷

ABOUT THE AUTHOR

...view details