পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / lifestyle

পর্দার কলাকুশলী যাঁরা রিয়েল লাইফেও পতি-পত্নী - REAL COUPLE BENGALI TELEVISION

কেউ ক্যামেরার সামনে দর্শকদের মন কাড়েন ৷ কেউ আবার নিজের কাজ করেন অন্তরালে থেকে ৷ নিজেদের পেশা থেকেই জীবনসঙ্গী বেছে নিয়েছেন এরা ৷

Real Husband Wife
আসল জীবনের স্বামী স্ত্রী (ইটিভি ভারত)

By ETV Bharat Lifestyle Team

Published : Dec 7, 2024, 12:56 PM IST

এরা কেউ দর্শকদের বিনোদন দেন ৷ কেউ অন্তরালে থেকে সেই সিনেমা-সিরিয়ালের সুতো বোনার কাজটা সারেন ৷ টলি কিংবা টেলি দুনিয়ায় ক্যামেরার সামনে জুটি বাঁধেন অভিনেতা-অভিনেত্রীরা ৷ কিন্তু জানেন কী, আসল জীবনেও জুটি বেঁধেছেন অনেকেই ৷ রঙিন পর্দার মানুষটাকে ঘিরেই নিজেদের জীবনও রাঙিয়েছেন অনেকে ৷ জেনে নিন, বাংলা টেলিভিশনের আসল স্বামী-স্ত্রী কারা ?

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়:টলিউডের অন্যতম আদর্শ দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় । দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে নিয়ে তাঁদের সুখের সংসার ৷ 2028 সালে বিয়ে সারেন এই দম্পতি ৷

নীল ভট্টাচার্য্য ও তৃণা সাহা:ধুমধাম করে বিয়ে করেন টেলিভিশনের এই দুই জনপ্রিয় তারকা ৷ একসঙ্গে ছোট পর্দায় কাজ না-করলেও এই জুটি বেশ জনপ্রিয় ৷ বিয়ের আগে বন্ধুত্ব, তারপর প্রেম ৷ 2021 সালে চারহাত এক হয় এই দুই টলি নায়ক নায়িকার ৷

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা পাল:বুম্বা’দাকে টলিউডের রাজা হিসাবে সম্বোধন করলে অত্যুক্তি হবে না ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ঘরণি অর্পিতা পাল ৷ 2003 সালে সুপারস্টারকে বিয়ে করেন অর্পিতা । দু'বছরের মাথায় ছেলে মিশুকের জন্ম ৷

রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী:এই দুই জুটি সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ৷ ভালোবাসা ডট কম সিরিয়াল থেকে প্রেম ৷ বিয়ে করেছিলেন 2016 সালে ৷ দীর্ঘ 11 বছর প্রেম করার পর সাতপাকে বাঁধা পড়েন টেলি দম্পতি । পরবর্তী সময়ে 2021-এর এপ্রিল মাসে জন্ম হয় তাদের একমাত্র ছেলে কেশবের ।

সম্রাট মুখোপাধ্যায় ও ময়না মুখোপাধ্যায়:টলিপাড়ার জনপ্রিয় মুখ হলেন ময়না ও সম্রাট ৷ শোনা যায় বাড়ির অমতে বিয়ে করেছিলেন ময়না ৷ তবে এখন দুজনে হ্যাপি কাপল হিসাবে পরিচিত ৷ দুই যমজ সন্তানের জন্ম দেন তাঁরা ৷

রাহুল ও প্রিয়াঙ্কা: 'চিরদিনই তুমি যে আমার' দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায় আর প্রিয়াঙ্কা সরকারের জুটি । সেই থেকে প্রেম । তারপর বিয়ে । তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি । বিয়ের কয়েকবছর যেতে না যেতেই আলাদা থাকতে শুরু করেন রাহুল আর প্রিয়াঙ্কা । যদিও ছেলে সহজের দায়িত্ব একসঙ্গে পালন করে আসছেন ।

ভরত কল ও জয়শ্রী মুখোপাধ্যায়: এই দুই জয়প্রিয় অভিনেতা ও অভিনেত্রীকে সকলের জানা ৷ 18 বছরের ছোট ভরতের থেকে ৷ তিনধাপে বিয়ে সারেন এই দম্পতি ৷ 2015 সালে বাগদান সেরেছিলেন দু'জনে । ওই বছর সেপ্টেম্বরে আইনি বিয়ে সারেন । এরপর সাত পাক ঘোরেন প্রিয়জনদের উপস্থিতিতে । তাঁদের একটি মেয়েও আছে ৷

কোয়েল মল্লিক ও নিসপাল সিং: অভিনেতা রঞ্জিত মল্লিক ও তাঁর স্ত্রী দীপা মল্লিকের একমাত্র মেয়ে তিনি । 2013 সালে প্রয়োজক নিসপাল সিংকে বিয়ে করেন ৷ 2020 সালে দম্পতির কোল আলো করে আসে পুত্র সন্তান ।

গৌরব চট্টোপাধ্য়ায় ও দেবলীনা কুমার:এই দম্পতির আরও একটি পরিচয়মহানায়কের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী দেবলীনা কুমার । 2020 সালে ডিসেম্বর মাসে বিয়ে সারেন দেবলীনা এবং গৌরব ।

উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তী: চলতি বছরে 28 জুন বিয়ে হয় উদয় ও অনামিকার । পরিবার ও কাছের মানুষদের সঙ্গে নিয়ে লোকচক্ষুর আড়ালেই বিয়ে সারেন তাঁরা । এরা দু’জনেই ছোটপর্দার চেনা মুখ ।

দ্বৈপায়ন দাস ও পায়েল দে: পায়েল একজন জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী ৷ 2012 সালে অভিনেতা দ্বৈপায়ন দাসকে বিয়ে করেন ৷ তাঁরা 2018 সালে পুত্র সন্তানের জন্ম দেন ৷

রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস: 2017 সালে 'রং-রুট'-এর সেটে রাহুল মজুমদারের সঙ্গে প্রথম আলাপ হয় প্রীতি বিশ্বাসের । জানা যায় সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম । 2020 সালের ফেব্রুয়ারি মাসে সাতপাক বাঁধা পড়েন তাঁরা ।

সুদীপ সরকার ও অনিন্দিতা রায় চৌধুরি:2022 সালে 26 জানুয়ারির মতো বিশেষ দিনে বিয়ে সারেন এই দুই টলি দম্পতি ৷

ABOUT THE AUTHOR

...view details